‘CBI-এর তদন্ত কত দূর?’ – সন্দীপ ঘোষের গ্রেফতারের পরেই 'আসল' মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন কুণালের

People's Reporter: কুণালের প্রশ্ন, অভিযুক্ত একা ছিল, না এই ঘটনার পিছনে কোনও চক্রের হাত ছিল, কিছুই জানা যায়নি। অবিলম্বে ধর্ষণ-খুনের ঘটনার আপডেট সিবিআইকে দিতে হবে।
কুণাল ঘোষ
কুণাল ঘোষ ছবি - সংগৃহীত
Published on

আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সোমবার রাতে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত কতদূর? মঙ্গলবার ফের সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

মঙ্গলবার এক ভিডিও বার্তার মাধ্যমে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, "সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে দুর্নীতির অভিযোগে। কিন্তু ধর্ষণ এবং খুনের ঘটনার অগ্রগতি জানাতে হবে সিবিআইকে। কলকাতা পুলিশের সৌজন্যে এখনও পর্যন্ত একজন গ্রেফতার হয়েছে।"

তাঁর প্রশ্ন, “সেই গ্রেফতারির পর থেকে আর কোনও সূত্রও পাওয়া যায়নি। অভিযুক্ত একা ছিল, না এই ঘটনার পিছনে কোনও চক্রের হাত ছিল, কিছুই জানা যায়নি। সিবিআইয়ের তদন্ত কত দূর? অবিলম্বে ধর্ষণ-খুনের ঘটনার আপডেট সিবিআইকে দিতে হবে।“

কুণাল জানিয়েছেন, ঘটনার ২৪ ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তারপর মামলার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। এরপর থেকে আর কিছুই জানা যায় নি। তদন্তে যত দেরি হচ্ছে, মানুষের মধ্যে তত ক্ষোভ বাড়ছে। আর যার সুযোগ নিয়ে বিরোধী দলগুলো গুজব এবং কুৎসা চড়াচ্ছে।

সব শেষে সিবিআইয়ের উদ্দেশ্যে কুণাল বলেন, “এই গ্রেফতারি যেন নজর ঘোরানোর গ্রেফতারি না হয়। এই গ্রেফতারি যেন ‘নাকের বদলে নরুন’ না হয়! সন্দীপের গ্রেফতারির পাশাপাশি সিবিআইকে অবিলম্বে আসল ঘটনার আপডেট দিতে হবে।“

এর আগে ৯ আগষ্ট ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে সবর হয়েছিলেন কুণাল ঘোষ। মঙ্গলবার আবার সে কথা মনে করিয়ে দিয়ে কুণাল বলেন, ‘‘সে দিনও যা বলেছিলাম, এখনও সেই অবস্থানেই আছি।’’ 

কুণাল ঘোষ
‘লক্ষ প্রতিবাদীর একজন হয়ে বাঁচতে চাই’ - সরকারী পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নাট্যকার চন্দন সেনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in