Covid-19: কাল থেকে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন, মেট্রো-সরকারি বাস চলবে ৫০% যাত্রী নিয়ে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই রাজ‍্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়নিজস্ব চিত্র

করোনা মোকাবিলায় লকডাউনের দিকে আরো একধাপ এগিয়ে গেল রাজ‍্য। আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজ‍্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ। যদিও মেট্রো চলবে। সরকারী বাসও চলবে। তবে উভয় ক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী থাকবে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই রাজ‍্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক ঝলকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী যে যে ঘোষণা করেছেন:

১) আগামীকাল থেকে রাজ‍্যে সমস্ত রকম লোকাল ট্রেন চলাচল বন্ধ।

২) ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারী বাস ও মেট্রো।

৩) সকালে ৭টা থেকে ১০টা ও বিকেলে ৫টা থেকে ৭টা দোকান-বাজার খোলা যাবে। আগের নির্দেশে বিকেলে ৩টে থেকে ৫টা পর্যন্ত দোকান খোলার অনুমতি ছিল।

৪) বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরা বাধ্যতামূলক।

৫) ৫০ শতাংশ কর্মীর উপস্থিতি নিয়ে সরকারি অফিস চালানোর নির্দেশ।

৬) ব‍্যাঙ্ক পরিষেবার সময়সীমা কমানো হয়েছে।‌ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব‍্যাঙ্ক খোলা থাকবে।

৭) গয়নার দোকান বেলা ১২টা থেকে বিকেল ‌৩টে পর্যন্ত খোলা থাকবে।

৮) বিমানে যাতায়াতের জন্য কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ‍্যতামূলক।

৯) ভিনরাজ‍্য থেকে রাজ‍্যে‌ আসা যাত্রীদের RT-PCR নেগেটিভ রিপোর্ট বাধ‍্যতামূলক।

১০) আগামী নির্দেশ না আসা পর্যন্ত জিম, শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল, স্পা, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে।

১১) ধর্মীয়, রাজনৈতিক, বিনোদন, সাংস্কৃতিক সমস্ত রকম অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোকের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি ৫০ জনের জমায়েতের জন্যও অনুমতি লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in