এবার ভুয়ো ফুড ইন্সপেক্টর, কলকাতা পুরসভার ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই যদুবাবুর বাজারে ব্যবসায়ীদের লাইসেন্স পরীক্ষা করছিল স্বপন দেবনাথ নামে এক ব্যক্তি।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীছবি সংগৃহীত

দেবাঞ্জন দেবের পর স্বপন দেবনাথ। কলকাতা পুরনিগমের যুগ্ম-কমিশনারের পর এবার কর্পোরেশনেরই ভুয়ো আধিকারিকের খোঁজ মিলল। কলকাতা পুরসভার ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে স্বপন দেবনাথকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। আজ শুক্রবার তাঁকে তোলা হবে আদালতে।

কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকে রাজ্যে একের পর এক ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো সিবিআই আইনজীবী, ভুয়ো পুলিশ অফিসার, ভুয়ো মানবাধিকার কর্মী, ভুয়ো রেলের পদস্থ কর্তা, ভুয়ো সেনা অফিসার, ভুয়ো ডাক্তারের হদিশের ধারাবাহিক পর্ব চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই যদুবাবুর বাজারে ব্যবসায়ীদের লাইসেন্স পরীক্ষা করছিল স্বপন দেবনাথ। দেবাঞ্জন কাণ্ডের পর সতর্কই ছিলেন ব্যবসায়ীরা। তাঁদের সন্দেহ হতেই স্বপনকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা। ধৃতের কাছ থেকে পুরসভার ভুয়ো রবার স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার হাওড়ার সাঁতরাগাছি থেকে সঞ্জয় কুমার নামে জেনারেল ফিজিশিয়ান পরিচয়ে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in