কাল থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, নতুন মুখ্যসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী

আজই মুখ‍্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন‌ বন্দ্যোপাধ্যায়। রাজ‍্যের পরবর্তী মুখ‍্যসচিব হচ্ছেন হরেকৃষ্ণ ত্রিবেদী এবং নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বিপি গোপালিকা।
আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়
আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি

এক ঢিলে দুই পাখি মারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিজের মুখ‍্য উপদেষ্টা পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

আজই মুখ‍্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন‌ বন্দ্যোপাধ্যায়। রাজ‍্যের পরবর্তী মুখ‍্যসচিব হচ্ছেন হরেকৃষ্ণ ত্রিবেদী এবং নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বিপি গোপালিকা।

আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন থেকে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনাকালে ওঁকে আমাদের চাই। আজ উনি অবসর নিচ্ছেন।"

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে দশটার মধ্যে দিল্লিতে হাজিরা দেওয়ার কথা ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নবান্ন তাঁকে যাওয়ার অনুমতি দেয়নি। উল্টে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই নির্দেশ প্রত‍্যাহার করার আর্জি জানান মুখ্যমন্ত্রী। এরপরই বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন আগামী তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন আলাপন বাবু।

প্রাক্তন শীর্ষ আমলাদের কথায়, অবসর নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের নাগালের বাইরে চলে গেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in