Uttar Pradesh: অখিলেশ যাদবের নামে ভুয়ো ট্যুইট, FIR দায়ের সমাজবাদী পার্টির

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের নামে ভুয়ো ট্যুইট ছড়িয়ে দেবার অভিযোগ। যে ঘটনার জেরে বুধবার সমাজবাদী পার্টির উত্তরপ্রদেশ রাজ্য সভাপতি নরেশ উত্তম গৌতম পল্লী পুলিশ থানায় এক এফআইআর দায়ের করেন।
অখিলেশ যাদব
অখিলেশ যাদবফাইল ছবি সংগৃহীত

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের নামে ভুয়ো ট্যুইট ছড়িয়ে দেবার অভিযোগ। যে ঘটনার জেরে বুধবার সমাজবাদী পার্টির উত্তরপ্রদেশ রাজ্য সভাপতি নরেশ উত্তম গৌতম পল্লী পুলিশ থানায় এক এফআইআর দায়ের করেন।

সমাজবাদী পার্টির অভিযোগ, এক ট্যুইটার হ্যান্ডেল থেকে অখিলেশ যাদবের নামে ভুয়ো ট্যুইট ছড়িয়ে দেওয়া হয়। যে ট্যুইটে দাবি করা হয়, অখিলেশ যাদব বলেছেন, তিনি ক্ষমতায় এলে বাবরি মসজিদ পুনরায় তৈরি করে দেবেন। এরপরেই বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এই ট্যুইট ছড়িয়ে পড়ে।

এদিন গৌতম পল্লী থানায় অভিযোগ দায়েরের সময় এই ধরণের ১০টি স্ক্রীনশট পুলিশের কাছে জমা দিয়েছেন নরেশ উত্তম।

এই অভিযোগের বিষয়ে হজরতগঞ্জের এসিপি রাঘবেন্দ্র কুমার মিশ্র জানান – নরেশ উত্তম অখিলেশ যাদব সম্পর্কিত এক ভুয়ো তথ্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। একাধিক অ্যাকাউন্ট থেকে এই ভুয়ো মেসেজ ছড়ানো হয়েছে। আমরা এই বিষয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে এবং এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

গৌতম পল্লীর এস এইচ ও রত্নেশ কুমার সিং জানিয়েছেন, এই ঘটনায় তথ্য প্রযুক্তি আইন এবং মানহানির অভিযোগ আনা হয়েছে এবং এফআইআর দায়ের করা হয়েছে।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in