Wayanad: কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৮, এখনও বহু নিখোঁজ ! ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

People's Reporter: গত চারদিন ধরে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, কেরালা বিপর্যয় মোকাবিলা বাহিনী, কোস্টগার্ড এবং ভারতীয় নৌবাহিনীর যৌথ দল ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে।
উদ্ধারকাজ চলছে
উদ্ধারকাজ চলছেছবি - প্রো ডিফেন্স কোচির এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

কেরালার ওয়াইনাডে জারি মৃত্যুমিছিল। মঙ্গলবার কেরালার ওয়াইনাডে নেমে আসা প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৩০৮ জনের। আহত ২০০ জনেরও বেশি। আশঙ্কা করা হচ্ছে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, লাগাতার বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

গত চারদিন ধরে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, কোস্টগার্ড, কেরালা বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর যৌথ দল ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে। জানা যাচ্ছে, প্রতিটি দলে তিনজন স্থানীয় এবং একজন বনকর্মী রাখা হয়েছে। ৪০ টি দলকে ছ'টি জোনে ভাগ করে চালানো হচ্ছে উদ্ধারকাজ।

এছাড়াও, নদীর আশপাশের আটটি থানার পুলিশ সদস্যরা এবং সাঁতারে পারদর্শী স্থানীয়রাও তল্লাশিতে অংশ নিচ্ছেন। হেলিকপ্টার ব্যবহার করে একটি সমান্তরাল অনুসন্ধান পরিচালিত হবে বলেও জানানো হয়েছে। কোস্টগার্ড, নৌবাহিনী এবং বন বিভাগের কর্মকর্তারা ছলিয়ার নদীর তীরে এবং যেসব স্থানে মৃতদেহ ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেসব স্থানে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে, ধ্বংসস্তূপ থেকে আটকদের উদ্ধারের জন্য তামিলনাড়ু থেকে আরও চারটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আনা হচ্ছে।

এই পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার ওয়াইনাডে পৌঁছান কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এদিন তাঁরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন। জানা গেছে, শুক্রবার শুক্রবার ত্রাণ কাজের বিষয়ে আলোচনার জন্য তিনি দলীয় নেতাদের সাথে দেখা করবেন। এছাড়াও মেপ্পাদি গ্রাম পঞ্চায়েতের এক প্রতিনিধি দলের সঙ্গেও দেখা করার পর মুন্ডক্কাই এবং চুরমালার বন অফিসে যাবেন। 

অন্যদিকে, মৌসম ভবন ওয়াইনাড এবং পাশ্ববর্তী জেলাতে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ইদুক্কি, ত্রিশুর, পালাক্কাদ, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগোড জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ভারি বৃষ্টি হচ্ছে কেরালার ওয়াইনাডে। মঙ্গলবার ভোরে ওই এলাকায় আচমকাই ধস নামে এবং গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করে। জলের স্রোতে ভেসে যায় একাধিক বাড়ি গাড়ি। এই ধসের কারণে সব থেকে বেশি ক্ষতি হয় মুন্ডক্কাই, চুরমালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রামগুলি।

উদ্ধারকাজ চলছে
Wayanad: ওয়েনাডে মৃত ২৭৬; ধস নিয়ে কেরলকে সতর্কবার্তা পাঠায়নি কেন্দ্র - শাহের দাবি খন্ডন বিজয়নের
উদ্ধারকাজ চলছে
Cloud burst: হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ অন্তত ৫০, মৃত ২, শুরু উদ্ধার কার্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in