Sensex: সপ্তাহের শেষ দিনে শেয়ার বাজারে ফের ধস, পতন সেনসেক্স ও নিফটিতে

ফের ধস নামলো সেনসেক্সে। শুক্রবার সপ্তাহের কেনাবেচার শেষদিনে এই খবর লেখা পর্যন্ত সেনসেক্স পড়েছে ৭০০ পয়েন্টের বেশি। সেনসেক্সের সঙ্গে পাল্লা দিয়ে নিফটি পড়েছে প্রায় ১৮০ পয়েন্ট।
শেয়ার বাজার
শেয়ার বাজারফাইল ছবি সংগৃহীত

ফের ধস নামলো সেনসেক্সে। শুক্রবার সপ্তাহের কেনাবেচার শেষদিনে এই খবর লেখা পর্যন্ত সেনসেক্স পড়েছে ৭০০ পয়েন্টের বেশি। সেনসেক্সের সঙ্গে পাল্লা দিয়ে নিফটি পড়েছে প্রায় ১৮০ পয়েন্ট।

বৃহস্পতিবার বাজার বন্ধ হবার সময় সেনসেক্স ছিলো ৫৮,৪৬১.২৯ পয়েন্টে। শুক্রবার বাজার খোলে কিছুটা বেড়ে ৫৮,৫৫৫.৫৮ পয়েন্টে। একসময় বাজার আরও কিছুটা বেড়ে ৫৮,৭৫৭.০৯ পয়েন্টে পৌঁছে যায়। যদিও এই মুহূর্তে বাজার দাঁড়িয়ে আছে ৫৭,৭৬১.৩৮ পয়েন্টে। এখনও পর্যন্ত এদিনের ডে লো ৫৭,৬৮০.৫০ পয়েন্ট।

সেনসেক্সের পাশাপাশি বৃহস্পতিবার নিফটি বন্ধ হয়েছিলো ১৭,৪০১.৬৫ পয়েন্টে। এদিন নিফটি খোলে ১৭,৪২৪.৯০ পয়েন্টে। ডে হাই ১৭,৪৮৯.৮০ এবং ডে লো ১৭,১৮৮.৬০ পয়েন্ট। এই মুহূর্তে নিফটি দাঁড়িয়ে আছে ১৭,২১৮.৫০ পয়েন্টে। নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি মেটাল, নিফটি ফার্মা, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক – সবক্ষেত্রেই দাম পড়েছে। ব্যতিক্রম হিসেবে আছে নিফটি রিয়েলিটি এবং নিফটি মিডিয়া।

এদিন বাজারে সবথেকে বেশি পড়েছে পাওয়ার গ্রিডের দাম। এছাড়াও টাইটান, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ অটো, হিন্দুস্থান লিভার, বাজাজ ফিনান্স, এনটিপিসি, মারুতি, সান ফার্মা, ভারতী এয়ারটেল, রিলায়েন্স প্রভৃতি শেয়ারের দাম পড়েছে।

অন্যদিকে লারসেন অ্যান্ড টুব্রো, ইন্দাসইন্দ ব্যাঙ্ক, ইনফোসিস, টিসিএস, অ্যাক্সিস ব্যাঙ্ক প্রভৃতি শেয়ারের দাম বেড়েছে।

শেয়ার বাজার
Sensex: শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করলো সেনসেক্স, পাল্লা দিয়ে পড়লো নিফটি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in