টানা পঞ্চম দিন ধস শেয়ার বাজারে, সেনসেক্স পড়লো ৯০০ পয়েন্ট, ১৫৯০০-র নিচে নামলো নিফটি

১৬০০০ এর নিচে নেমে গেলো নিফটি। গতকাল নিফটি বন্ধ হয়েছিলো ১৬,১৬৭.১০ পয়েন্টে। এদিন সকালে বাজার খোলার সময় নিফটি আরও কমে ছিলো ১৬,০২১.১০ পয়েন্টে। এই মুহূর্তে নিফটি রয়েছে ১৫,৮৭৮.৭৫ পয়েন্টে।
১৫৯০০-র নিচে নামলো নিফটি
১৫৯০০-র নিচে নামলো নিফটিপ্রতীকী ছবি সংগৃহীত

গত শুক্রবার থেকে শেয়ার বাজারে পতন শুরু হয়েছিল। আজ বৃহস্পতিবারও তা অব্যাহত রইলো। অর্থাৎ টানা পঞ্চম দিন পতন শেয়ার বাজারে।

গতকাল বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিলো ৫৪,০৮৮.৩৯ পয়েন্টে। বৃহস্পতিবার সকালে বাজার খোলার সময় তা নেমে হয় ৫৩,৬০৮.৩৫। এরপর তা আরও কমতে থাকে। এই মুহূর্তে সেনসেক্স রয়েছে ৫৩,১৬৬.২৮ পয়েন্টে। বর্তমানে ৯২২.৬৩ পয়েন্টের বেশি পড়েছে সেনসেক্স।

সেনসেক্সের পাশাপাশি নিফটির ক্ষেত্রেও একই ঘটনা। ১৬০০০ এর নিচে নেমে গেলো নিফটি। গতকাল নিফটি বন্ধ হয়েছিলো ১৬,১৬৭.১০ পয়েন্টে। এদিন সকালে বাজার খোলার সময় নিফটি আরও কমে ছিলো ১৬,০২১.১০ পয়েন্টে। এই মুহূর্তে নিফটি রয়েছে ১৫,৮৭৮.৭৫ পয়েন্টে। অর্থাৎ নিফটি পড়েছে ২৮৮.৩৫ পয়েন্টের বেশি।

সেনসেক্সে এখনও পর্যন্ত এদিনের ডে হাই ৫৩,৬৩২.৫৫ এবং ডে লো ৫৩,০৪৭.৭৫ পয়েন্ট। অন্যদিকে নিফটিতে এদিন এখনও পর্যন্ত ডে হাই ১৬,০৪১.৯৫ পয়েন্ট এবং ডে লো ১৫,৮৪৮.১০ পয়েন্ট।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in