Petroleum Price Hike: দু'দিনের বিরতির পরেই লাফিয়ে বাড়লো পেট্রোল ডিজেল

শেষ ৩৩ দিনের মধ্যে ২৫ দিন বেড়েছে ডিজেলের দাম। ২৫ দিনে দিল্লিতে ডিজেলের দাম বেড়েছে লিটারে ৮.১৫ টাকা। শেষ ২৯ দিনের মধ্যে ২২ দিন বেড়েছে পেট্রোলের দাম। এই ২২ দিনে পেট্রোলের দামে বৃদ্ধি হয়েছে ৬.৭৫ টাকা।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স সুমিত্রা নন্দন

মাঝখানে দু’দিন বিরতি নিয়ে বুধবার সকালে আরও একদফা বাড়লো পেট্রোল ডিজেলের দাম। এদিন দেশজুড়ে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩৫ থেকে ৪০ পয়সা।

শেষ ৩৩ দিনের মধ্যে ২৫ দিনই বেড়েছে ডিজেলের দাম। এই ২৫ দিনে দিল্লিতে ডিজেলের দাম বেড়েছে লিটারে ৮.১৫ টাকা। অন্যদিকে শেষ ২৯ দিনের মধ্যে ২২ দিন বেড়েছে পেট্রোলের দাম। এই ২২ দিনে পেট্রোলের দামে বৃদ্ধি হয়েছে ৬.৭৫ টাকা।

বুধবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ঘোষণা অনুসারে দিল্লিতে লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৬.৬৭ টাকা। ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে এদিন দাম ১০৭.৯৪ টাকা।

দেশের বাণিজ্য রাজধানী বলে কথিত মুম্বাইতে এদিনের বৃদ্ধির পর পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৩.৮০ ও ১০৪.৮৫ প্রতি লিটার।

কলকাতায় লিটার পিছু ৩৪ পয়সা বেড়ে এদিন পেট্রোলের দাম ১০৮.৪৫ টাকা এবং লিটার পিছু ৩৪ পয়সা বেড়ে ডিজেলের দাম ৯৯.৭৮ টাকা।

চেন্নাইতে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩১ পয়সা। এদিন চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.৮৩ এবং ডিজেলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়ে ১০০.৯২ টাকা।

বুধবারের দাম বৃদ্ধি অনুসারে দেশের বহু শহরে এখন ডিজেল ১০০ টাকা ছাড়িয়েছে। যার মধ্যে আছে আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, বাঙ্গালোর, ভূপাল, ভুবনেশ্বর, চেন্নাই, কোয়েম্বাটোর, ইরোড, জামশেদপুর, ইন্দোর, হায়দারাবাদ, জয়পুর, কোঝিকোড়, মাদুরাই, ম্যাঙ্গালোর, মুম্বাই, মাইশোর, নাগপুর প্রভৃতি।

একইভাবে দেশের বহু শহরে পেট্রোল ১১০টাক ছাড়িয়ে গেছে। যার মধ্যে আছে ঔরঙ্গাবাদ, ব্যাঙ্গালোর, ভূপাল, হায়দারাবাদ, ইন্দোর, জয়পুর, কোলাপুর, ম্যাঙ্গালোর, মুম্বাই, মাইশোর, নাসিক, পাটনা, নাগপুর পুনে প্রভৃতি শহর।

ছবি প্রতীকী
Petroleum Price Hike: বিমানের জ্বালানির চেয়ে পেট্রোল দামী - রাহুল, প্রিয়াঙ্কার নিশানায় কেন্দ্র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in