দেশজুড়ে NRC চালু করা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি: লোকসভায় সরকার

কংগ্রেস সাংসদ হিবি ইডেনের একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত‍্যানন্দ রাই লিখিতভাবে আরও জানিয়েছেন, "জাতীয় স্তরে এনআরসি চালু করা নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।"
এনআরসি বাতিলের দাবিতে প্রতিবাদ
এনআরসি বাতিলের দাবিতে প্রতিবাদফাইল ছবি

দেশজুড়ে ন‍্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি চালু করার বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। মঙ্গলবার লোকসভায় সরকারের তরফ থেকে একথা বলা হয়েছে।

কংগ্রেস সাংসদ হিবি ইডেনের একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত‍্যানন্দ রাই লিখিতভাবে আরও জানিয়েছেন, "জাতীয় স্তরে এনআরসি চালু করা নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।"

নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) প্রসঙ্গে তিনি বলেছেন, CAA বিজ্ঞাপিত হয়েছিল ২০১৯ সালের ১২ ডিসেম্বর। এই আইন কার্যকর হয় ২০২০ সালের ১০ জানুয়ারি। CAA-র অধীনে থাকা নিয়মগুলো প্রকাশিত হলেই CAA-র আওতায় থাকা ব‍্যক্তিরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

মন্ত্রী জানিয়েছেন, বিদেশ মন্ত্রক থেকে পাওয়া তথ‍্য অনুসারে, মোট ১ কোটি ৩৩ লক্ষ ৮৩ হাজার ৭১৮ জন ভারতীয় নাগরিক বিদেশে বসবাস করছেন এখন। ২০১৭ সালে মোট ১ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন ভারতীয় নাগরিক ভারতের নাগরিকত্ব ছেড়েছেন এবং অন‍্যান‍্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ২০১৮ সালে ১ লক্ষ ৩৪ হাজার ৫৬১ জন ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। ২০২০ সালে ৮৫ হাজার ২৪৮ জন এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লক্ষ ১১ হাজার ২৮৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ আগস্ট কেবলমাত্র অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। যেখান থেকে অধিকাংশ নাগরিকের নামই বাদ যায়। এরপরই সরকার ঘোষণা করে ওই বছরের শেষের দিকে এবং ২০২০ সালের শুরুর দিকে গোটা দেশজুড়ে এনআরসি চালু করা হবে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের একাধিক অঞ্চলে তীব্র প্রতিবাদ শুরু হয়।

-With IANS Inputs

এনআরসি বাতিলের দাবিতে প্রতিবাদ
প্রধানমন্ত্রীর পর হরিয়ানার মুখ্যমন্ত্রী, নেই নাগরিকত্বের প্রমাণ, জানালো আরটিআই

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in