কেন্দ্রের কাছে বকেয়া পাওনা ৮০ হাজার কোটি টাকা- বিক্ষোভ মহারাষ্ট্র বিধানসভায়

রাজ্য অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্র সরকার এখনও ৮০ হাজার ১৬৪ কোটি টাকা দেওয়া বাকি রেখেছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ফাইল ছবি- সংগৃহীত

মুম্বই, ২ মার্চ: মহারাষ্ট্রের উপর ৮০ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে কেন্দ্রের। সোমবার রাজ্যের বাজেট অধিবেশন শুরু হয়েছে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির ভাষণের মাধ্যমে। অধিবেশন শুরু হতেই বিভিন্ন ইস্যুতে স্লোগান দেওয়া শুরু হয়। মূলত কেন্দ্রের দেয় বকেয়া বরাদ্দ আদায়ের দাবিতে বিধায়ক-বিধান পরিষদরা ট্রেজারি বেঞ্চের থেকে বলতে থাকেন, 'জিএসটি কা পয়সা দো', 'মহারাষ্ট্র পে অন্যায় মত করো'।

রাজ্য অর্থ মন্ত্রকের তরফে জানানো হযেছে, কেন্দ্র সরকার এখনও ৮০ হাজার ১৬৪ কোটি টাকা দেওয়া বাকি রেখেছে। যা হল নিম্নরূপ:

১. সেন্ট্রাল জিএসটির একটি অংশ-২০,৮৬০ কোটি

২. জিএসটি ক্ষতিপূরণ-২৯,২৯০ কোটি

৩. ভর্তুকি বাবদ- ২০,১৬০ কোটি

৪. রাজ্যের কর তহবিল-৯০৫৪ কোটি

৫. অঙ্গনওয়ারি স্কিম-৫৩৯ কোটি

৬. কেন্দ্রের বিশেষ সহায়তা- ৫৬ কোটি

৭. ভারতীয় দণ্ডবিধির ২৭৫(১) অধিনে কেন্দ্রের অনুদান-৫০ কোটি

৮. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ-১৪৮ কোটি

৯. পিভিটিজি ভর্তুকি- ৭.৫০ কোটি

এই হিসাবের পর কেন্দ্রের দেয় মোট বকেয়া হিসাব ৮০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই তালিকার বাইরে অবশ্য রাখা হয়েছে, বিভিন্ন আদিবাসী উন্নয়ন দপ্তরের স্কিমের ও স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের হিসাব।

তবে এই রিপোট্যটি প্রকাশের সময় এই দুই দপ্তরের হিসাব অর্থ দপ্তরের কাছে ছিল না বলে জানা গিয়েছে। রাজ্য অর্থ মন্ত্রকের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, ভারতের মধ্যে সবথেকে বেশি কর দেয় মহারাষ্ট্র। কিন্তু বদলে রাজ্যের জন্য বরাদ্দ মাত্র ৫.২ শতাংশ। শেয়ার স্ট্রাকচার ঠিক করে ১৪তম অর্থ কমিশন। এই শেয়ারের বদলে কেন্দ্রীয় সরগার এই দেয় বকেয়া বরাদ্দ কিছুতেই মিটিয়ে দিচ্ছে না। উল্লেখ, ২০২০-২১ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে কর সংগ্রহে বড়সড় ঘাটতির মুখে পড়েছিল মহালাষ্ট্র। মনে করা হয়েছিল ১,০৭,০০০ কোটি টাকা সংগ্রহ করা যাবে। কিন্তু সংগ্রহ করা গিয়েছে মাত্র ৭৪ হাজার কোটি টাকা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in