Kerala: দীর্ঘ ষোল মাস পরে স্কুল খুলতে চলেছে কেরলে

কেরলে ৪ অক্টোবর থেকে কলেজগুলো খোলার কথা। এবার ষোল মাস বন্ধ থাকার পর স্কুল খোলারও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে শনিবার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি।
পিনারাই বিজয়ন
পিনারাই বিজয়নফাইল ছবি, দ্য প্রিন্ট-এর সৌজন্যে

কেরলে ৪ অক্টোবর থেকে কলেজগুলো খোলার কথা। এবার ষোল মাস বন্ধ থাকার পর স্কুল খোলারও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে শনিবার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি।

তিনি বলেছেন শিক্ষা দফতর একা এই ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারে না। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য দফতরের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ তদারকি কমিটি বিষয়টি বিবেচনা করবে। মুখ্যমন্ত্রী নিজে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরে বলেছেন, এবার স্কুল খোলা যেতে পারে তাই সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পিনারাই বিজয়ন
Kerala: তৃতীয় ঢেউ কি শুধুই মিথ? স্কুল, বিশেষ করে প্রাইমারী স্কুল খোলার ভাবনায় কেরালা

শিভনকুট্টি বলেছেন রাজ্যে স্কুল ছাত্রছাত্রীদের সংখ্যা ৪৫লক্ষ। আর কলেজের মতো নয়, স্কুলে একেকটা ক্লাসে থাকে ৬০ জন। তাই সব দিক বিবেচনা করা হচ্ছে, কিভাবে সুরক্ষিত উপায়ে স্কুল খোলা যেতে পারে। শিক্ষা দফতর এবং শীর্ষ আধিকারিকরা এই লক্ষেই কাজ করছেন। পরিকল্পনা হয়ে গেলে মুখ্যমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এ মাসের গোড়ার দিকে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বলা হয় স্কুল খুলতে আর দেরি করা উচিত নয়। তা না হলে ছাত্রদের পড়াশোনায় আরও ক্ষতি হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in