Kerala: ওনামের আগেই ৪৮ লক্ষ মানুষের হাতে পৌঁছে যাবে সামাজিক সুরক্ষা পেনশন - পিনারাই বিজয়ন

কেরালার সর্ববৃহৎ উৎসব ওনাম-এর আগেই রাজ্যের মানুষের কাছে সামাজিক সুরক্ষা পেনশন খাতে ১,৪৮১.৮৭ কোটি টাকা পৌঁছে দেওয়া হবে। রবিবার একথা জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) নেতা পিনারাই বিজয়ন।
পিনারাই বিজয়ন
পিনারাই বিজয়নফাইল ছবি সংগৃহীত

কেরালার সর্ববৃহৎ উৎসব ওনাম-এর আগেই রাজ্যের মানুষের কাছে সামাজিক সুরক্ষা পেনশন খাতে ১,৪৮১.৮৭ কোটি টাকা পৌঁছে দেওয়া হবে। রবিবার একথা জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) নেতা পিনারাই বিজয়ন।

রবিবার এক সোশ্যাল মিডিয়া পোষ্টে বিজয়ন জানিয়েছেন, রাজ্যের যে ৪৮ লক্ষ গরীব মানুষ সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে নথিভুক্ত হয়েছেন তাঁরা প্রত্যেকে এই সরাসরি এই পেনশন থেকে লাভবান হবেন। জুলাই এবং আগস্ট মাসের পেনশন বাবদ ৩,২০০ টাকা পর্যন্ত সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা তাঁদের কো অপারেটিভ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়া শেষ হবে আগামী ১০ আগস্টের মধ্যে। মোট পেনশন প্রাপকের সংখ্যা ৪৮,৫২,০৯৮ জন।

প্রসঙ্গত, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কোভিড পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের মানুষকে ফ্রিতে ফুডকিট এবং সামাজিক সুরক্ষা পেনশন অসম্ভব জনপ্রিয় প্রকল্প। রাজ্যের চরম আর্থিক সঙ্কটের সময়েও কেরলের বাম সরকার এই পেনশন দেওয়ায় এবং ফুড কিট দেওয়া থেকে পিছু হটেনি। যার ফলে গত নির্বাচনে লাগাতার দ্বিতীয়বারের জন্য বিপুল ভাবে জয়যুক্ত হয়েছে রাজ্যের বাম সরকার এবং পিনারাই বিজয়ন।

এদিন আইএএনএসকে সিপিআই(এম) কেরল রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ বিজয়রাঘবন জানিয়েছেন, তীব্র আর্থিক সঙ্কট সত্বেও এটা পরিষ্কার যে রাজ্য সরকার সবসময় গরীব এবং পিছিয়ে পড়া মানুষের পাশে আছে। সরকার কোনোভাবেই তার দায়িত্ব এড়িয়ে যায়নি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী ১০ আগস্টের মধ্যে ৪৮ লক্ষ পেনশন প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশন পৌঁছে যাবে। এর থেকে আরও প্রমাণ হয় যে কেরালা সরকার সাধারণ মানুষের জীবন এবং স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রাখে।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in