
দেশব্যাপী কৃষক আন্দোলনের প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাতে এক ট্যুইট বার্তায় স্পষ্ট ভাষায় রাহুল গান্ধী জানান – ‘একদিক বেছে নিতে হবে। আমার অবস্থান পরিষ্কার। আমি গণতন্ত্রের পক্ষে, আমি কৃষকদের এবং তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে।
রাহুল গান্ধীর এই ট্যুইট রিট্যুইট করে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় – আমাদের অবস্থান স্পষ্ট। আমরা গণতন্ত্রের পক্ষে। কৃষকদের এবং তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারির ঘটনার পর কৃষক আন্দোলন ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার পাওয়া শেষ খবর অনুসারে দিল্লির বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কৃষকদের অবস্থান তুলে দিতে সচেষ্ট প্রশাসন। গতকাল রাতের পর থেকেই বিভিন্ন সীমান্ত অঞ্চলে জলকামান, ভারী সংখ্যায় বাহিনী মোতায়েন করা শুরু হয়।