Covid-19: দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়লো আরও এক সপ্তাহ, ঘোষণা কেজরিওয়ালের

এই সপ্তাহে আরও কড়াভাবে মেনে চলতে হবে লকডাউনের নিয়মবিধি। রবিবার এমনটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১৭ মে ভোর ৫টা পর্যন্ত এই লকডাউন জারি থাকবে।
Covid-19: দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়লো আরও এক সপ্তাহ, ঘোষণা কেজরিওয়ালের
ফাইল ছবি সংগৃহীত

দিল্লিতে লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়লো। এই সপ্তাহে আরও কড়াভাবে মেনে চলতে হবে লকডাউনের নিয়মবিধি। রবিবার এমনটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১৭ মে ভোর ৫টা পর্যন্ত এই লকডাউন জারি থাকবে।

এই মুহূর্তে দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২৩ শতাংশে। যা গত এপ্রিলে ছিলো ৩৫ শতাংশ। যদিও চিকিৎসকদের মতে এই হারও অনেকটাই বেশি। এই পজিটিভিটি রেট আরও কমাতে হবে।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪,০৩,৭৩৮ জন এবং শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪,০৯২ জনের। দিল্লির ক্ষেত্রে শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৭,৩৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৩২ জনের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in