Colors: Purple Color

কর্ণাটকে সরকার গড়বে কোন দল তা নিয়ে চূড়ান্ত নাটকের মাঝেই গতকাল প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম কর্ণাটকের রাজ্যপাল, ভাজুভাই আর ভালা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলেন। কুকুরের আনুগত্যের সাথে রাজ্যপালের আনুগত্যের তুলনা করেন তিনি।

কর্ণাটক বিধানসভায় প্রোটেম স্পিকার হিসেবে বিজেপি বিধায়ক কে জি ভুপিনাথের মনোনয়নের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল কংগ্রেস। আগামীকাল সকাল সাড়ে দশটায় এই আবেদনের শুনানি হবে।

বিজেপির দুর্নীতি এবং অপরাধপ্রবণ পরিকল্পনা পরাজিত হয়েছে। এই ঘটনা প্রমাণ করলো কর্ণাটকে বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানানোর রাজ্যপালের সিদ্ধান্ত প্রতারণামূলক এবং সাংবিধানিক বৈধতার পরিপন্থী। কর্ণাটকে বিজেপি সরকার পতনের পর নিজের ট্যুইট বার্তায় এভাবেই প্রতিক্রিয়া জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরী।

কর্ণাটকের পথ ধরে বিহারে সরকার গঠনের দাবি জানাতে চলেছে আরজেডি। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় একক বৃহত্তম দল আর জে ডি। এই মুহূর্তে তাদের দখলে রয়েছে ৮০টি আসন। অন্যদিকে জেডি(ইউ) এবং বিজেপি জোটের মোট আসনসংখ্যা ১২৩। যার মধ্যে জেডি(ইউ)-এর দখলে আছে ৭০ আসন এবং বিজেপির দখলে ৫৩।

প্রধানমন্ত্রী শুধু দুর্নীতির পৃষ্ঠপোষকই নন, তিনি এবং দুর্নীতি সমার্থক। শনিবার কর্ণাটকে আড়াই দিনের বিজেপি সরকারের পতনের পর এক সাংবাদিক সম্মেলনে এভাবেই কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

কর্ণাটকের রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন প্রবীণ আইনজীবী রাম জেঠমালানী। জেঠমালানী জানান, কর্ণাটকের রাজ্যপাল এই নির্দেশ দিয়ে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন। রাজ্যপালের এই সিদ্ধান্ত সংবিধান বহির্ভূত।

টান টান উত্তেজনায় শেষ পর্যন্ত পতন হল তিন দিনের বিজেপি সরকারের। একই সঙ্গে পতন হল বি এস ইয়েদুরাপ্পার। মাত্র তিন দিন আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েও শনিবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলেন বিজেপির বি এস ইয়েদুরাপ্পা। আজ আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন ইয়েদুরাপ্পা। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই কংগ্রেস-জেডি(এস) সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ সহ রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানায়। যদিও সেই দাবি না মেনে একক বৃহত্তম দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও বিজেপিকেই সরকার গঠনের জন্য সুযোগ দেন রাজ্যপাল।

কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির বি এস ইয়েদুরাপ্পা। গতকালই রাজ্যপাল ভালুভাই ভালা তাঁকে মন্ত্রীসভা গঠনের আহ্বান জানিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে রাজভবনে শপথ বাক্য পাঠ করেন তিনি। কর্ণাটক বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ নিলো বিজেপি। আগামী ১৫ দিনের মধ্যে বিধানসভায় বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। আপাতত বিজেপির বিধায়কের সংখ্যা ১০৪। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আরও ৯ বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে বিজেপিকে।

জনপ্রিয় খবর

  • এই সপ্তাহের এর

  • এই মাস এর

  • সর্বকালীন