মিশরের সাক্কারায় প্রায় ৩০০০ বছরের পুরোনো সমাধিস্থল আবিষ্কার

৫০টি প্রাচীন মমির সঙ্গে সন্ধান মিলেছে রানী নেয়ার্তের সমাধিস্থলও। তিনি ফ্যারাও টেটির রানী ছিলেন। এছাড়াও ইট নির্মিত তিনটি গুদাম ঘরেরও সন্ধান মিলেছে।
মিশরে প্রত্নতাত্ত্বিক খননকার্য
মিশরে প্রত্নতাত্ত্বিক খননকার্যমাহমুদ আলবদরের ট্যুইট থেকে সংগৃহীত

মিশরে আবারও ৫০টি প্রাচীন মমি আবিষ্কার করল অনুসন্ধানকারী প্রত্নতাত্ত্বিকরা। মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ দিকে সাক্কারা প্রদেশে এই প্রাচীন মমির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন সে দেশের পর্যটন মন্ত্রী খালেদ-আন-আনানি। ৫০টি প্রাচীন মমির সঙ্গে সন্ধান মিলেছে রানী নেয়ার্তের সমাধিস্থলও। তিনি ফ্যারাও টেটির রানী ছিলেন। এছাড়াও ইট নির্মিত তিনটি গুদাম ঘরেরও সন্ধান মিলেছে।

সাক্কারা হল প্রাচীন মিশরের রাজধানী মেমফিসের একটি প্রসিদ্ধ সমাধিস্থল, যেখানে কয়েক ডজন পিরামিড আছে। প্রত্নতত্ত্ববিদ জাহি আব্বাসের নেতৃত্বে প্রায় ৪০ ফুট খননকার্য করার পর এই ৫০টি কাঠের কফিন পরিবৃত মমির সন্ধান মিলেছে। হাবাস বলেন- “এই আবিষ্কার সারাক্কার ইতিহাস সম্পর্কে আরও অনেক তথ্য সামনে আসবে। এটি অসাধারণ সাফল্য।” তাঁর মতে - আবিষ্কৃত কফিন ও সমাধিস্থল প্রায় ২৫০০ বছর পুরানো।

মিশরের পর্যটনমন্ত্রীর আশা এই আবিষ্কারে তাঁদের দেশের পর্যটন শিল্প তরান্বিত হবে। করোনা মহামারীর জন্য গত এক বছর প্রায় কোনো পর্যটকের মুখ দেখেনি মিশর। ইতিমধ্যে পর্যটক টানতে গাজি মালভূমিতে একটি নতুন জাদুঘরেরও উদ্বোধন করতে চলেছেন তাঁরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in