Diego Maradona: ফুটবল কিংবদন্তি মারাদোনার চুরি যাওয়া মূল্যবান ঘড়ি উদ্ধার অসমে, গ্রেপ্তার ১

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে একটি কোম্পানির নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। যারা মূলত আর্জেন্টিনার প্রয়াত ফুটবলারের জিনিসপত্র সংরক্ষণ করে।
উদ্ধার হওয়া ঘড়ি ( ইনসেটে )
উদ্ধার হওয়া ঘড়ি ( ইনসেটে ) ফাইল চিত্র

ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার দুবাইতে চুরি যাওয়া ঘড়ি শনিবার সকালে অসমের শিবসাগর জেলা থেকে উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, সত্যি এমনটা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ট্যুইট করে এমনটাই জানিয়েছেন। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে একটি কোম্পানির নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। যারা মূলত আর্জেন্টিনার প্রয়াত ফুটবলারের জিনিসপত্র সংরক্ষণ করে।

দুবাই পুলিশ ভারতের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষা সংস্থাগুলির সাহায্য নিয়ে অসম পুলিশের সাথে যোগাযোগ করে। তারপর তল্লাশি অভিযান চালিয়ে অসমে খোঁজ মেলে সেই অভিযুক্তের। অভিযুক্তের নাম ওয়াজিদ হুসেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী নিজেই। পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে।

ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ভাস্কর মহান্তা জানিয়েছেন – মারাদোনার চুরি যাওয়া লিমিটেড এডিশনের হাবলট ঘড়িটি অসমের শিবসাগর জেলায় উদ্ধার হয়েছে। চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, “আন্তর্জাতিক সাহায্য নিয়ে অসম ও দুবাই পুলিশ যৌথভাবে কিংবদন্তি ফুটবলার মারাদোনার হাবলট ঘড়িটি উদ্ধার করেছে। ঘটনায় ওয়াজিদ হুসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে।”

উদ্ধার হওয়া ঘড়ি ( ইনসেটে )
Assam: ভারতে অ‍্যামনেস্টি ইন্টারন‍্যাশনাল-কে নিষিদ্ধ ঘোষণা করার দাবি হিমন্ত বিশ্ব শর্মার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in