রাশিয়ার জলসীমায় ঢুকে পড়ে তাড়া খেয়ে পালাল আমেরিকার যুদ্ধজাহাজ! অস্বীকার ওয়াশিংটনের

প্রসঙ্গত, গত জুন মাসে একটি ব্রিটিশ ‘ডেস্ট্রয়ার’-কে ক্রিমিয়া এলাকা থেকে তাড়া করেছিল রাশিয়ার যুদ্ধজাহাজ।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী

জাপান সাগরে চিনের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর সময় হঠাৎ রাশিয়ার জলসীমায় ঢুকে পড়ে আমেরিকার যুদ্ধ জাহাজ। যদিও দেখতে পেয়ে রাশিয়ার ডুবোজাহাজ বিধ্বংসী জলযান তাড়া করে। ফলে আমেরিকার যুদ্ধ জাহাজ ফিরে যেতে বাধ্য হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের এমন দাবিকে অবশ্য ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে আমেরিকা।

আমেরিকার সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ‘নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম যুদ্ধজাহাজ ‘চাফি’ জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমায় টহলদারি চালাচ্ছিল। তখন রাশিয়ার একটি যুদ্ধজাহাজ তার খুব কাছাকাছি (৬০ মিটার) চলে আসে। যদিও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। সম্পূর্ণ পেশাদারি কায়দায় কথাবার্তা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক মিথ্যা দাবি করছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক পাল্টা দাবি করেছে, তাদের ডুবোজাহাজ বিধ্বংসী জলযান ‘অ্যাডমিরাল ট্রিবাটস’ রেডিওবার্তায় ‘চাফি’-কে সতর্ক করেছিল যে, তারা রাশিয়ার যুদ্ধজাহাজের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে চলে এসেছে। কিন্তু ‘চাফি’ দিকবদল করেনি। উল্টে জাহাজের ডেক থেকে হেলিকপ্টার ওড়ানোর তোড়জোড় শুরু করে। তারপরই রাশিয়ার যুদ্ধজাহাজ তাড়া করে আমেরিকার যুদ্ধজাহাজকে। দুই জাহাজের মাঝে দূরত্ব কমে দাঁড়ায় ৬০ মিটারে। তখন পথ বদলায় ‘চাফি’। ৫০ মিনিট মধ্যে গোটা ঘটনাটি ঘটে যায়।

প্রসঙ্গত, গত জুন মাসে একটি ব্রিটিশ ‘ডেস্ট্রয়ার’-কে ক্রিমিয়া এলাকা থেকে তাড়া করে রাশিয়ার যুদ্ধজাহাজ। যদিও মস্কোর সেই দাবি উড়িয়ে লন্ডনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের জাহাজ ইউক্রেনের জলসীমায় টহল দিচ্ছিল। সুতরাং, রাশিয়ার দাবি মিথ্যা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in