ধর্মান্তরণ আইনে ভারতকে অপমান করছে একটি রাজনৈতিক দল: অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনফাইল ছবি সংগৃহীত
Summary

মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।...যে কোনো মানুষ নিজের ইচ্ছেমত ধর্ম পরিবর্তন করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত। - অমর্ত্য সেন

মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। জীবন যাপনের অধিকার মৌলিক অধিকার বলে পরিচিত। কিন্তু ধর্মান্তরণের যে আইন আনা হচ্ছে, তাতে মানবাধিকার বিঘ্নিত হচ্ছে। যে কোনো মানুষ নিজের ইচ্ছে মত ধর্ম পরিবর্তন করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত। ধর্মান্তরণ প্রতিরোধী আইন কার্যকর করার বিরোধিতা করে এই মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

সোমবার বস্টন থেকে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সম্প্রতি একাধিক বিজেপি শাসিত রাজ্যে লাভ জিহাদের অজুহাতে ধর্মান্তকরণ প্রতিরোধী আইন কার্যকর করার কথা বলা হয়েছে।

অমর্ত্য সেনের কথায় এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য শীর্ষ আদালতে মামলা করা উচিত। আমাদের সংবিধানে ব্যক্তি স্বাধীনতা রক্ষার কথা খুব স্পষ্ট বলি আছে। অর্থাৎ এই আইন সংবিধানকে অপমান করছে। তাছাড়া ভিন ধর্মে ভালোবেসে বিয়ে করলে, সেখানে কোন জিহাদ থাকেনা।

বিজেপির বিরুদ্ধে ভারতকে অপমান করার অভিযোগও তুলেছেন অমর্ত্য সেন। তাঁর বিশ্বাস আদালত এই আইনের বিরুদ্ধে জবাব দেবেই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in