Colors: Purple Color

হোয়াইট হাউস দখল করলেন ডেমোক্র‍্যাটিক জো বিডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হলেন জো বাইডেন। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে একথা জানা গিয়েছে।

সময়ই সবচেয়ে বড় প্রতিশোধ। ১১ মাস আগে ঠিক যে ভাষাতে ১৭ বছরের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পিছিয়ে পড়ায় ক্ষুব্ধ ট্রাম্পকে ঠিক সেই ভাষাতেই বিঁধে কটাক্ষের জবাব দিলেন গ্রেটা।

নির্বাচন সম্পন্ন হবার পর চতুর্থ দিনেও আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল না। যদিও এখনও পর্যন্ত রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছেন ডেমোক্র্যাট জো বিডেন। ৫৩৮ ইলেক্টোরাল কলেজের মধ্যে এখনও যে ৪৭৮টির ফলাফল জানা গেছে তাতে জো বিডেন পেয়েছেন ২৬৪ টি এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ জয়ের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছেন জো বিডেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের পর প্রায় তিন দিন কেটে গেলেও এখনও গণনা পর্ব শেষ হয়নি আমেরিকায়। যে ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ববাসী। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত পপুলার ভোটের নিরিখে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন ডেমোক্র্যাট জো বিডেন। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের লাইভ কভারেজ মাঝপথেই বন্ধ করে দিয়েছে একাধিক টিভি চ্যানেল।

১২০ বছরে এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। নির্বাচনী বিশেষজ্ঞদের একটি দল এই দাবি করেছে। প্রাথমিক অনুমান, এবারের মার্কিন নির্বাচনে প্রায় ২৩৯ মিলিয়ন মানুষের ভোটাধিকার ছিল, যার মধ্যে ভোটদানের অধিকার প্রয়োগ করেছেন ১৬০ মিলিয়ন ভোটার। ৩ নভেম্বরের ভোট পড়ার পর হিসেব অনুসারে মোট ভোট পড়েছে ৬৬.৯ শতাংশ। যা ১৯৯০ সালের পর সবথেকে বেশি। সেই বছর মোট ভোট পড়েছিল ৭৩.৭ শতাংশ।

দীর্ঘ সময় গড়ালেও আমেরিকান রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা নিয়ে উত্তেজনা কমেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বেড়ে চলেছে। এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুয়ারে মোট পপুলার ভোটের ৫০.৪% পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। তাঁর প্রাপ্ত ভোট ৭,২৪,০৯,৮৬৮। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮%। তাঁর প্রাপ্ত ভোট ৬,৮৮,৮৭,০৮৮।

টানটান উত্তেজনার মধ্যেই জর্জিয়া প্রদেশে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুসারে এই প্রদেশে জো বিডেন পেয়েছেন ২৪,৪৯,৩৭১ ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪,৪৮,৪৫৪ ভোট। ব্যবধান ৯১৭ ভোটের। জর্জিয়াতে ইলেক্টোরাল কলেজের সংখ্যা ১৬।

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উত্তেজনা বাড়ছে। এবার সরাসরি গণনা বন্ধের দাবি জানালেন ডোনাল্ড ট্রাম্প। এদিন রাতে কিছুক্ষণ আগে এক ট্যুইট বার্তায় এই দাবি জানিয়েছেন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

জনপ্রিয় খবর

  • এই সপ্তাহের এর

  • এই মাস এর

  • সর্বকালীন