UP Polls 22: গত ৫ বছরে রাজ্যের ১১ লক্ষ শূন্যপদ পূরণ হয়নি কেন? বিজেপিকে প্রশ্ন অখিলেশ যাদবের

এক বিবৃতিতে অখিলেশ যাদব বলেন, "বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রতিদিন ভোটারদের সামনে বক্তব্য রাখছেন। কিন্তু তাদের কেউই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে একটিও কথা বলেন না।"
বালিয়ায় নির্বাচনী প্রচারে অখিলেশ যাদব
বালিয়ায় নির্বাচনী প্রচারে অখিলেশ যাদবছবি অখিলেশ যাদবের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

বিজেপির শীর্ষ নেতৃত্ব নির্বাচনী প্রচারে দ্রব্যমূল্য বৃদ্ধি কেন কিছু বলেন না? মঙ্গলবার নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে এই প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। অখিলেশের আরও প্রশ্ন, মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি দরিদ্র এবং যুবকদের কল্যাণে চব্বিশ ঘণ্টা কাজ করেন। তাহলে গত পাঁচ বছরে রাজ্যের এগারো লক্ষ শূন্যপদ কেন তিনি পূরণ করতে ব্যর্থ হয়েছেন?

এক বিবৃতিতে অখিলেশ যাদব বলেন, "বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রতিদিন ভোটারদের সামনে বক্তব্য রাখছেন। কিন্তু তাদের কেউই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে একটিও কথা বলেন না।"

সমাজবাদী পার্টির প্রধান বলেন, বিজেপি দাবি করেছে যে মানুষকে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হয়েছে। "কিন্তু তাদের (বিজেপি) নেতারা যা বলেন না তা হল, যখন দরিদ্রদের সিলিন্ডার দেওয়া হয়েছিল, তখন তাদের রিফিল খরচ ছিল ৪০০ টাকা। আজ একটা সিলিন্ডার রিফিলের জন্য প্রায় ১ হাজার টাকা খরচ হয়।"

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারে বালিয়ায় একাধিক সভায় ভাষণ দেন অখিলেশ যাদব। দেশের স্বাধীনতা সংগ্রামে বালিয়ার উল্লেখযোগ্য ভূমিকার কথা তিনি তুলে ধরেন। গতকাল তিনি বলেন, এবারের নির্বাচনও স্বাধীনতা সংগ্রামের চেয়ে কম কিছু নয়।

ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে অখিলেশ বলেন, বিজেপি মানুষকে চাঁদ নিয়ে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করেনা। তিনি আরও বলেন, "বিজেপি 'চাল' (ছলনা) অনুশীলন করে, কিন্তু এবার, "এখানে প্রতিদ্বন্দ্বিতা 'ছালিয়া'র সঙ্গে বালিয়ার মধ্যে।

বৃহস্পতিবার অখিলেশ জানান, ষষ্ঠ দফার ভোটে বিজেপিকে মানুষ আরও ছেঁটে ফেলবে। তিনি আরও বলেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, মানুষকে ভুয়ো স্বপ্ন দেখানো এবং মিথ্যা বলার ক্ষেত্রে দুর্দান্ত দল হচ্ছে বিজেপি।

- with inputs from IANS

বালিয়ায় নির্বাচনী প্রচারে অখিলেশ যাদব
UP Polls 22: ৫ বছরে কোনো কাজ করেননি, মঞ্চে কান ধরে ওঠ-বস করে ক্ষমা চাইলেন BJP বিধায়ক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in