UP Polls 22: চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ, সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ৮.৬৯%

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৮.৬৯ শতাংশ। এই দফায় ভোট হচ্ছে ১০ জেলার মোট ৫৭ বিধানসভা আসনে। যে ৫৭ আসনের মধ্যে ১১টি আসন সংরক্ষিত।
উত্তরপ্রদেশে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ
উত্তরপ্রদেশে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ছবি ডেকান নিউজ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৮.৬৯ শতাংশ। এই দফায় ভোট হচ্ছে ১০ জেলার মোট ৫৭ বিধানসভা আসনে। যে ৫৭ আসনের মধ্যে ১১টি আসন সংরক্ষিত। এদিন যে যে জেলার ৫৭ আসনে ভোটগ্রহণ হচ্ছে তার মধ্যে আছে আম্বেদকর নগর, বলরামপুর, সিদ্ধার্থ নগর, বস্তি, সন্ত কবীর নগর, মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশীনগর, দেওরিয়া এবং বালিয়া। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য।

বৃহস্পতিবার ষষ্ঠ দফায় যে ৫৭ আসনে ভোট হচ্ছে তার মধ্যে ২০১৭ বিধানসভা নির্বাচনে ৪৬টি আসনে জয়ী হয়েছিলো বিজেপি। এবার সেই ৪৬ আসন ধরে রাখাই বিজেপির সামনে বড়ো চ্যালেঞ্জ। নির্বাচনী বিশ্লেষকদের মতে বিজেপির পক্ষে এবার এই ৪৬ আসন ধরে রাখা কঠিন।

রাজ্যে ষষ্ঠ দফার ভোটে মোট প্রার্থী আছেন ৬৭৬ জন। মোট ভোটারের সংখ্যা ২.১৪ কোটি। ষষ্ঠ দফায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ৮৬৮ কোম্পানী মোতায়েন করা হয়েছে। এছাড়াও নির্বাচনের দায়িত্বে আছে ১.২৭ লাখ সিভিল পুলিশ, হোম গার্ড এবং প্রান্তীয় রক্ষক দল।

অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, ষষ্ঠ দফায় রাজ্যের ৯টি কেন্দ্রকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। যার মধ্যে আছে গোরক্ষপুর (শহর), বানসি, ইটাওয়া, ডুমারিয়াগঞ্জ, বালিয়া (শহর), ফেফনা, বইরিয়া, সিকান্দারপুর এবং বাশডিহি। এই কটি কেন্দ্রের ৮২৪টি এলাকা এবং ২,৯৬২টি পোলিং বুথ অতি স্পর্শকাতর বলে তিনি জানিয়েছেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in