UP Polls 22: ভোটযুদ্ধে সরগরম বারাণসী, শুক্রবার প্রচারে নরেন্দ্র মোদী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব

উত্তরপ্রদেশে সপ্তম তথা শেষ দফার ভোট নিয়ে সাজো সাজো রব বারাণসীতে। আগামী ৭ মার্চ শেষ দফায় বারাণসীতে ভোট। তার আগে শুক্রবার সব রাজনৈতিক দলের নজরেই বারাণসী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং অখিলেশ যাদব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং অখিলেশ যাদবফাইল ছবি, গ্রাফিক্স সুমিত্রা নন্দন

উত্তরপ্রদেশে সপ্তম তথা শেষ দফার ভোট নিয়ে সাজো সাজো রব বারাণসীতে। আগামী ৭ মার্চ শেষ দফায় বারাণসীতে ভোট। তার আগে শুক্রবার সব রাজনৈতিক দলের নজরেই বারাণসী। এদিন বিজেপির পাশাপাশি বারাণসীতে একাধিক কর্মসূচী রয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিরও।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে প্রচার শুরু করবেন বেলা ২টোয়। জানা গেছে প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদানের পর তিনি এক রোড শোতে যোগ দেবেন। এরপর কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন এবং পরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পণ্ডিত মদন মোহন মালব্যের মূর্তিতে মাল্যদান করবেন। আগামীকাল শনিবার পর্যন্ত তিনি বারাণসীতেই থাকবেন।

বিজেপির পাশাপাশি শুক্রবার কংগ্রেসেরও একাধিক কর্মসূচী আছে বারাণসীতে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ইতিমধ্যেই বারাণসীতে পৌঁছে গেছেন। জানা গেছে এদিনই বারাণসীতে আসছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

কংগ্রেস বিজেপি ছাড়াও শুক্রবার বারাণসীতে কর্মসূচী আছে সমাজবাদী পার্টিরও। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আগে থেকেই বারাণসীতে ঘাঁটি গেড়েছেন। এদিন তিনিও বারাণসীর বিভিন্ন জায়গায় প্রচার করবেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in