UP Polls 22: অখিলেশ গড়ে জোর ধাক্কা, বিজেপিতে যোগ দিলেন ভাইয়ের স্ত্রী অপর্ণা যাদব

অপর্ণা যাদব, মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী। বিজেপিতে যোগ দিয়ে অপর্ণা যাদব বলেন, "আমার কাছে দেশ সবথেকে জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাচিন্তা সবসময় আমাকে অনুপ্রাণিত করে।"
বিজেপিতে যোগ দিলেন অপর্ণা যাদব
বিজেপিতে যোগ দিলেন অপর্ণা যাদবছবি সৌজন্যে নরেন্দ্র মোদী ফ‍্যান ট‍্যুইটার হ‍্যান্ডেল

সমস্ত জল্পনা সত‍্যি করে অবশেষে বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ তথা অখিলেশ যাদবের ভাইয়ের স্ত্রী অপর্ণা যাদব। উত্তরপ্রদেশ বিজেপির রাজ‍্য সভাপতি স্বতন্ত্র দেব সিং এবং রাজ‍্যের উপমুখ‍্যমন্ত্রী কেশব মৌর্যের উপস্থিতিতে যোগ দিয়েছেন তিনি। নির্বাচনের কয়েকদিন আগে এই ঘটনায় বড়সড় ধাক্কা খেল সমাজবাদী পার্টি এবং যাদব পরিবার।

অপর্ণা যাদব, মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী। বিজেপিতে যোগ দিয়ে অপর্ণা যাদব বলেন, "আমার কাছে দেশ সবথেকে জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাচিন্তা সবসময় আমাকে অনুপ্রাণিত করে।"

নির্বাচনের আগে ব‍্যাপক দলবদল শুরু হয়েছে উত্তরপ্রদেশ। গত কয়েকদিনে যোগী মন্ত্রিসভার তিন মন্ত্রী সহ বেশ কয়েকজন বিধায়ক অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এবার ধাক্কা খেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিজেপিতে যোগ দিলেন তাঁর ভাইয়ের স্ত্রী। এই ঘটনাকে 'টিট-ফর-ট‍্যাট' বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক মহল মনে করছে, অপর্ণার বিজেপিতে যোগদান গেরুয়া শিবিরে অক্সিজেনের কাজ করবে। একের পর এক নেতার দলত্যাগে রাজ্যবাসীর কাছে যাওয়া নেতিবাচক বার্তা অনেকটাই বদলে দেওয়া যাবে। আবার খোদ নিজের পরিবারে ভাঙনে অখিলেশের ভাবমূর্তিও ধাক্কা খাবে।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগেও অপর্ণার দল ছাড়ার জল্পনা শোনা গিয়েছিল। সেবার মুলায়ম সিং যাদব বুঝিয়ে-সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু এবার হলো না।

এনআরসি, রাম মন্দিরের মতো ইস্যুতে সমাজবাদী পার্টির অবস্থানের উল্টো পথে হেঁটেছিলেন অপর্ণা। প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করেন। একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেন। রামমন্দিরের জন্য নিজে ১১ লক্ষ টাকা অনুদানও দেন।

বিজেপিতে যোগ দিলেন অপর্ণা যাদব
UP Polls: উন্নাও গণধর্ষণ কান্ডে ধর্ষিতার মা'র নাম কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করলেন প্রিয়ঙ্কা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in