UP Polls 22: পঞ্চম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩.৯৩ শতাংশ

উত্তরপ্রদেশের ১২টি জেলায় ছড়িয়ে থাকা ৬১টি বিধানসভা কেন্দ্রে রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে আনুমানিক ৫৩.৯৩ শতাংশ ভোটার বিকেল ৫টা পর্যন্ত ভোট দিয়েছেন।
পঞ্চম দফার ভোটে ভোটারদের সহায়তা করছেন আইটিবিপি জওয়ান
পঞ্চম দফার ভোটে ভোটারদের সহায়তা করছেন আইটিবিপি জওয়ানছবি আইটিবিপি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৫৩.৯৩ শতাংশ ভোট পড়েছে। উত্তরপ্রদেশের ১২টি জেলায় ছড়িয়ে থাকা ৬১টি বিধানসভা কেন্দ্রে রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে আনুমানিক ৫৩.৯৩ শতাংশ ভোটার বিকেল ৫টা পর্যন্ত ভোট দিয়েছেন। কিছু কেন্দ্র থেকে এখনও তথ্য পাওয়া যায়নি।

বিকেল ৫টা পর্যন্ত সর্বাধিক ভোট ৫৯.৬৪ শতাংশ রেকর্ড করা হয়েছে চিত্রকূট জেলায়। এরপরেই আছে অযোধ্যা। ৫৮.০১ শতাংশ এবং শ্রাবস্তী ৫৭.২৪ শতাংশ।

সবচেয়ে কম ভোট পড়েছে প্রতাপগড়ে ৫০.২৫ শতাংশ। আমেঠি জেলায় ৫২.৭৭ শতাংশ ভোট পড়েছে, বাহারাইচ জেলায় ৫৪.৬০ শতাংশ, বারাবাঙ্কিতে ৫৪.৬৫ শতাংশ, গোন্ডা ৫৪.৩১ শতাংশ, কৌশাম্বিতে ৫৭.০১ শতাংশ ভোট পড়েছে। প্রয়াগরাজে ভোট পড়েছে ৫০.৮৯ শতাংশ, রায়বেরিলিতে ৫৬.০৬ শতাংশ এবং সুলতানপুরে ৫৪.৮৮ শতাংশ ভোট পড়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in