Punjab: মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর পর আরও ১০ পূর্ণমন্ত্রীর শপথগ্রহণ

পাঞ্জাবে গতকাল ভাগবন্ত মান মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর শনিবার সকালে শপথ নিলেন আরও দশ পূর্ণমন্ত্রী। শুক্রবার রাতেই এক ট্যুইট বার্তায় শপথগ্রহণের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মান।
পাঞ্জাবে মন্ত্রীসভার শপথগ্রহণ
পাঞ্জাবে মন্ত্রীসভার শপথগ্রহণছবি মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

পাঞ্জাবে গতকাল ভগবন্ত মান মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর শনিবার সকালে শপথ নিলেন আরও দশ পূর্ণমন্ত্রী। শুক্রবার রাতেই এক ট্যুইট বার্তায় শপথগ্রহণের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মান। সদ্যসমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে জয়ী হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি। আজই নবনির্বাচিত মন্ত্রীসভাকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

এদিন পাঞ্জাবের রাজভবনে যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাঁদের মধ্যে আছেন ডঃ বলজিত কাউর, হরভজন সিং এটো, ডঃ বিজয় সিংলা, লাল চাঁদ কাটারুচাক, গুরমিত সিং মীত হায়ার, কুলদীপ সিং ঢালিওয়াল, লালজিত সিং ভুল্লার, ব্রাম শঙ্কর (জিম্পা) এবং হরজোত সিং বেইনস। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সহ ১১ জন মন্ত্রীর শপথ গ্রহণের পর এখনও রাজ্যে ৭টি মন্ত্রীপদ শূন্য আছে। যদিও আপ-এর পক্ষ থেকে বাকি এই ৭ পদ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

পাঞ্জাবে মন্ত্রীসভার শপথগ্রহণ
Punjab Polls 22: পাঞ্জাবে ভোটের মুখে ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত রাম রহিমের ২১ দিনের বিশেষ জামিন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in