মণিপুরে চলছে প্রথম দফার ভোটগ্রহণ
মণিপুরে চলছে প্রথম দফার ভোটগ্রহণছবি অঙ্গনা চক্রবর্তীর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

Manipur Polls 22: রাজ্যে প্রথম দফায় ৩৮ আসনে চলছে ভোটগ্রহণ, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯.৯ শতাংশ

৬০ আসন বিশিষ্ট মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৩৮ আসনের জন্য ভোটগ্রহণ চলছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এদিনই সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

৬০ আসন বিশিষ্ট মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৩৮ আসনের জন্য ভোটগ্রহণ চলছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এদিনই সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯.৯ শতাংশ। যার মধ্যে সর্বাধিক ভোট পড়েছে কাংপোকপিতে। সবথেকে কম ভোট পড়েছে চুরাচন্দপুরে।

প্রথম দফার ভোটে ৩৮ আসনের মধ্যে ২৯ আসনই উপত্যকা সংলগ্ন জেলাগুলিতে। বাকি ৯টি আসন পার্বত্য অঞ্চলে। মণিপুরে আজ যে যে জেলায় ভোটগ্রহণ হচ্ছে তার মধ্যে আছে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, কাংপোকপি, ফেরজল এবং চুরাচন্দপুর। প্রথম দফার ভোট প্রার্থী আছেন ১৫ মহিলা সহ ১৭৩ জন। মোট ভোটার ১২,০৯,৪৩৯। যার মধ্যে মহিলার সংখ্যা ৬,২৮,৬৫৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৭৫ জন। প্রথম দফার ভোটের জন্য বুথের সংখ্যা ১৭২১।

মণিপুরের নির্বাচনে বিজেপি, কংগ্রেস ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছে এনপিপি, জেডি(ইউ) এবং নাগা পিপলস ফ্রন্ট। লড়াইয়ের ময়দানে আছে সিপিআই। উল্লেখযোগ্যভাবে নির্বাচন শুরুর আগেই বিজেপি প্রার্থীকে সমর্থনের অভিযোগে কংগ্রেসের পক্ষ থেকে ওয়ানগোই কেন্দ্রের প্রার্থী সালাম জয় সিংকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজ্যের ৬০ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে ৫৩ আসনে এবং সিপিআই ২টি আসনে। ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে নাগা পিপলস ফ্রন্ট। ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৯ আসনে। ৩৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে জেডি(ইউ), ৮ আসনে এনসিপি এবং ৯ আসনে শিবসেনা। এছাড়াও ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আরপিআই।

রাজ্যে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও সরকার গঠনের সুযোগ পায়নি কংগ্রেস। সেবার কংগ্রেস জয়ী হয়েছিলো ২৮ আসনে, বিজেপি ২১ আসনে। ৪টি করে আসনে জয়ী হয়েছিলো এনএফপি এবং এনপিইপি। ১ টি করে আসনে জয়ী হয়েছিলো নির্দল, এলজেএসপি এবং তৃণমূল।

মণিপুরে চলছে প্রথম দফার ভোটগ্রহণ
Manipur Polls 22: দ্বিতীয় দফার ৯২ প্রার্থীর মধ্যে ৫৭% কোটিপতি, ১৪ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in