Kerala: আগামীকাল থ্রিক্কাকারায় ভোট, কংগ্রেসকে হারাতে বদ্ধপরিকর সিপিআই(এম)

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং নতুন বিরোধী নেতা ভিডিসাথিসানের জন্যও এই লড়াই যথেষ্ট মর্যাদার। মঙ্গলবার সকাল ৭টায় এই কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে এবং সন্ধ্যা ৬ টায় শেষ হবে।
পিনারাই বিজয়ন
পিনারাই বিজয়নফাইল ছবি সংগৃহীত

কেরালার বাণিজ্যিক রাজধানী কোচির নির্বাচনী এলাকা থ্রিক্কাকারার ২৩৯টি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ভোটদানের জন্য মাত্র কয়েক ঘন্টা বাকি। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং নতুন বিরোধী নেতা ভি ডি সতীশনের জন্যও এই লড়াই যথেষ্ট মর্যাদার। মঙ্গলবার সকাল ৭টায় এই কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে এবং সন্ধ্যা ৬ টায় শেষ হবে।

থ্রিক্কাকারা কেন্দ্রে এবারের নির্বাচনে মোট ভোটার ১,৯৬,৮০৫, যা ২০২১ সালের এপ্রিল বিধানসভা নির্বাচনে ১,৯৪,১১৩-র চেয়ে বেশি। বিগত নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পি টি থমাস ১৪,৩২৯ ভোটের ব্যবধানে জিতেছিলেন।

২০২১ সালে, ৭০.৩৬ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছিলেন। এবার তীব্র প্রচারের পরিপ্রেক্ষিতে ভোটের হার ৭৫ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

গত বছরের ডিসেম্বরে থমাসের মৃত্যুর পর উপনির্বাচনে কংগ্রেস তার স্ত্রী উমা থমাসকে প্রার্থী করেছে। অন্যদিকে সিপিআই-এম একজন তরুণ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট জো জোসেফকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। বিজেপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রবীণ নেতা এ এন রাধাকৃষ্ণনকে।

বিজয়ন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা সেরে ফিরে আসার পরে বাম প্রচার তুঙ্গে ওঠে এবং তারপর থেকে, তাদের প্রায় ৬০ জন বিধায়ককে নির্বাচনী এলাকায় প্রচারে আনা নয়। ১৪০-সদস্যের কেরালা বিধানসভায় বিধায়কদের শতকের চিহ্ন পার করতে দৃঢ়প্রতিজ্ঞ বামেরা।

নির্বাচনী এলাকায় অবস্থান করে প্রচারে নেতৃত্ব দিয়ে, বাম গণতান্ত্রিক ফ্রন্টের আহ্বায়ক এবং সিপিআই-এম-এর প্রবীণ নেতা ই পি জয়রাজন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।

জয়রাজন জানিয়েছেন, "কংগ্রেসের ভয়ঙ্কর অবস্থান এখন দেখার মত। যারা সারা দেশে তার শক্তি হারিয়েছে এবং কেরালা এবং থ্রিক্কাকারাতেও সেই একই ছবি দেখা গেছে। আমরা এখানে অবশ্যই জিতবো এবং সবাই ইউডিএফ ও কংগ্রেসের পতন দেখতে পাবে।"

অন্যদিকে, সতীশন জানিয়েছেন, যেহেতু তিনি দায়িত্ব নেওয়ার পরে এটিই প্রথম নির্বাচন এবং যেহেতু এই নির্বাচন তাঁর নিজের জেলায় হচ্ছে, তাই তিনি পুরো দায়িত্ব নিয়েছেন।

সতীশন আরও বলেন, "ভোট গণনা হলেই কী হতে নিয়ে আমাদের কোন সন্দেহ নেই। আমরা গতবার যে ব্যবধানে জয়লাভ করেছিলাম তার থেকে বাড়ানোর আশা করছি।"

বিজেপি প্রার্থী রাধাকৃষ্ণান জানিয়েছেন, তিনি স্পষ্ট মোদী-পন্থী ঢেউ দেখতে পাচ্ছেন এবং তারা এই উপনির্বাচনে একটি বড় চমক আশা করছেন। যা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ঘটেছিল। যখন বিজেপি প্রথমবারের মতো বিধানসভায় জিতেছিলো। বিজেপির অভিজ্ঞ ও. রাজাগোপাল রাজধানী জেলার নেমোম আসন থেকে জয়ী হন। যদিও ২০২১ সালের নির্বাচনে, বিজেপি তাদের একমাত্র আসন হারিয়েছে।

থ্রিক্কাকারা কেন্দ্রে আগামী শুক্রবার ভোট গণনা হবে। কংগ্রেস ন্যূনতম ৮,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ আশা করছে, যা ২০,০০০ ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে CPI-M প্রায় ৫,০০০ ভোটের ব্যবধানে জয়লাভে আশাবাদী৷

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in