Karnataka: বেলাগাভিতে রাহুল গান্ধী, লাখো মানুষের জমায়েতের দাবি কংগ্রেসের

বেলাগাভি শহর রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্য পোস্টার, কাট-আউট এবং ব্যানার দিয়ে সাজানো হয়েছে। এদিনের সমাবেশে ১ লাখের বেশি যুবক অংশ নিচ্ছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।
বেলাগাভির জনসভায় রাহুল গান্ধী
বেলাগাভির জনসভায় রাহুল গান্ধীছবি আইএনসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

কর্ণাটকের বেলাগাভিতে যুব কংগ্রেসের এক সভায় ভাষণ দিতে কর্ণাটক পৌঁছেছেন সাংসদ রাহুল গান্ধী। সাম্বরা বিমানবন্দরে রাহুল গান্ধীকে স্বাগত জানান কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার এবং কর্ণাটক বিধানসভার বিরোধী দলের নেতা সিদ্দারামাইয়া।

সোমবার রাহুল গান্ধীর সঙ্গেই কর্ণাটক এসেছেন এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

বেলাগাভি শহর রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্য পোস্টার, কাট-আউট এবং ব্যানার দিয়ে সাজানো হয়েছে। এদিনের সমাবেশে ১ লাখের বেশি যুবক অংশ নিচ্ছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

রাহুল গান্ধীর বেলাগাভি সফর খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এই জেলায় ১৮টি বিধানসভা আসন রয়েছে এবং গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এই জেলায় ৫টি আসনে জয়লাভ করেছিল।

ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস, এই জেলায় দুই অঙ্কে আসন জিতে বেলাগাভি জেলায় তাদের সংখ্যা বাড়াতে চায়। এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলাগাভিতে ১০.৮ কিলোমিটার রোডশো করেছিলেন এবং ইতিমধ্যে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জেলায় বিজেপি নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইও বারবার বেলাগাভি সফর করছেন। সেই হিসেবে বেলাগাভিকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে।

যদিও বেলগাভিতে শক্তিশালী ঘাঁটির অধিকারী শাসক বিজেপির বেলগাভি সাংসদ সুরেশ অঙ্গাদি এবং মন্ত্রী উমেশ কাট্টির মৃত্যুতে কিছুটা হলেও সমস্যার মুখে পড়েছে।

আজকের সভা থেকে রাহুল গান্ধী একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। ভারত জোড়ো যাত্রার পর এই প্রথম কর্ণাটকে আসছেন রাহুল গান্ধী।

আরও পড়ুন

বেলাগাভির জনসভায় রাহুল গান্ধী
Kisan Mahapanchayat: ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে দিল্লিতে শুরু কৃষকদের মহাপঞ্চায়েত, বাড়ছে ভীড়
বেলাগাভির জনসভায় রাহুল গান্ধী
Rahul Gandhi: আদানি কান্ড থেকে মানুষের নজর ঘোরাতেই রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ - কংগ্রেস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in