Karnataka Polls: মুখ্যমন্ত্রী কে? ফল প্রকাশের আগেই তৎপরতা কংগ্রেস শিবিরে

বিরোধী নেতা সিদ্দারামাইয়া এবং কর্ণাটক কংগ্রেসের সভাপতি শিবকুমার মুখ্যমন্ত্রী পদের প্রধান প্রতিদ্বন্দ্বী। দুই হেভিওয়েটের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে, কংগ্রেস হাইকমান্ড ৫০:৫০ ফর্মুলা ভেবে রেখেছে।
সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার
সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার ফাইল ছবি সংগৃহীত

কর্ণাটকে ভোট গণনার সময় যত এগিয়ে আসছে ততই তৎপরতা বাড়ছে কংগ্রেস শিবিরে। শুক্রবার দিনভর "কর্নাটকের ক্ষমতার খুব কাছাকাছি" হওয়ার খবরে উচ্ছ্বসিত কংগ্রেস শিবিরে রাজনৈতিক ব্যস্ততা লক্ষ্য করা গেছে। সূত্রের খবর, গণনার আগেই কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রী পদের জন্য '৫০:৫০ ফর্মুলা' নিয়ে প্রস্তুত।

সূত্র অনুযায়ী, বিদায়ী বিধানসভার বিরোধী নেতা সিদ্দারামাইয়া এবং কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী পদের প্রধান প্রতিদ্বন্দ্বী। এই দুই হেভিওয়েটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখে, কংগ্রেস হাইকমান্ড কোনোরকম বিভ্রান্তি এড়াতে ৫০:৫০ ফর্মুলা ভেবে রেখেছে।

যদিও, কংগ্রেসের ঐতিহ্য অনুসারে যাকে দলের দায়িত্ব দেওয়া হয় তাঁকেই ক্ষমতা দেওয়া হয়। যদিও এবার ব্যতিক্রম হচ্ছেন সিদ্দারামাইয়া। সিদ্দারামাইয়া এবং শিবকুমার শিবির ইতিমধ্যেই রাজ্য জুড়ে আগামী বিধায়কদের সমর্থন পেতে তৎপরতা শুরু করে দিয়েছেন।

এরই মধ্যে শুক্রবার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রবীণ দলিত নেতা জি. পরমেশ্বরা AICC সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে বেঙ্গালুরুতে তাঁর বাসভবনে দেখা করেছেন এবং আলোচনা করেছেন৷ যদিও বৈঠকের পরে, পরমেশ্বরা দাবি করেছেন যে তিনি খাড়গের সাথে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কোনও আলোচনা করেননি। "আমি এই বিষয়ে কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করব না। আগামী মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড।"

অন্যদিকে, প্রবীণ কংগ্রেস নেতা শামানুরু শিবশঙ্করপ্পা জানিয়েছেন, লিঙ্গায়েত প্রার্থীরা বেশি সংখ্যায় নির্বাচিত হলে একজন লিঙ্গায়েতকে মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করা হবে।

এবারের নির্বাচনে কংগ্রেস-এর পক্ষ থেকে লিঙ্গায়েত সম্প্রদায়ের ৫১ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in