Gujarat Assembly Polls 22: ২০০২ সালে উচিত শিক্ষা দিয়েছিল বিজেপি - কংগ্রেসকে নিশানা শাহের

অমিত শাহ বলেন, কংগ্রেস শাসনাধীন গুজরাটে নিয়মিত সাম্প্রদায়িক অশান্তি লেগেই থাকত। কংগ্রেস মূলত বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে দাঙ্গা বাধিয়ে দেওয়ার চেষ্টা করত।
অমিত শাহ
অমিত শাহ ফাইল ছবি

ফের একবার প্রাসঙ্গিক হয়ে উঠছে গুজরাট দাঙ্গা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের কথায় তেমনই ইঙ্গিত মিলল। জনসভায় তাঁকে বলতে শোনা যায়, গুজরাটে কীভাবে শান্তি স্থাপন করতে হয় তা ২০০২ সালে বিজেপি দেখিয়েছিল! ঠিক বিধানসভা নির্বাচনের আগেই কেন পূর্বের প্রসঙ্গ টেনে আনছেন শাহ? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

১ ও ৫ ডিসেম্বর দু’দফায় হবে গুজরাটের বিধানসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলের প্রচার তুঙ্গেও। এর মধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ। গুজরাটের খেড়া জেলার জনসভায় বলেন, কংগ্রেস শাসনাধীন গুজরাটে নিয়মিত সাম্প্রদায়িক অশান্তি লেগেই থাকত। কংগ্রেস মূলত বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে দাঙ্গা বাধিয়ে দেওয়ার চেষ্টা করত। দাঙ্গার মাধ্যমে কংগ্রেস নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়াতো। সেই জন্যই ২০০২ সালে ভারতবাসী গুজরাট দাঙ্গার সাক্ষী থেকেছিল।

তিনি আরও বলেন, পরবর্তীকালে ওরা উচিত শিক্ষা পেয়েছিল। আর সেই শিক্ষা ২০০২ সালে দিয়েছিল বিজেপি। দীর্ঘ ২০ বছরে গুজরাটে শান্তি প্রতিষ্ঠা করেছে বিজেপি। ওই সভাতেই জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুসারে, গুজরাট দাঙ্গায় ১০০০ জনের বেশি লোক মারা যায়। কমপক্ষে ২৫০০ জন আহত হন। ওই সময় হত্যালীলার পাশাপাশি সম্পত্তি লুট ও ধর্ষণের প্রচুর অভিযোগ সামনে এসেছিল। গুজরাটের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়েছিল। যদিও চলতি বছরের জুন মাসে দেশের শীর্ষ আদালত মোদীকে ক্লিনচিট দেয়।

অমিত শাহ
Gujarat Assembly Polls 22: প্রথম দফার ভোটে ১৬৭ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, শীর্ষে AAP: রিপোর্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in