২৮ সেপ্টেম্বর কানহাইয়া কুমারকে সাথে নিয়ে কংগ্রেসে যোগ দেব: জিগনেশ মেভানি

আগামী বছর‌ গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে মেভানির মতো প্রভাবশালী দলিত নেতার কংগ্রেসে যোগ রাজ‍্যে‌ দলের শক্তি যেমন বৃদ্ধি করবে তেমনি বিজেপির কপালে চিন্তার ভাঁজও ফেলবে যথেষ্ট বলে মনে করা হচ্ছে।
জিগনেশ মেভানি এবং কানহাইয়া কুমার
জিগনেশ মেভানি এবং কানহাইয়া কুমারফাইল ছবি সৌজন্যে - Indian Express

আগামী ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে যোগ দিচ্ছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি তথা সিপিআই নেতা কানহাইয়া কুমার এবং গুজরাটের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি। শনিবার একথা জানিয়েছেন জিগনেশ মেভানি।

সংবাদসংস্থা পিটিআই-কে জিগনেশ মেভানি জানিয়েছেন, "২৮ সেপ্টেম্বর আমি এবং কানহাইয়া কুমার কংগ্রেস দেব।" তবে এর বেশি কিছু জানাতে রাজি হননি প্রভাবশালী এই দলিত নেতা। যোগ দেওয়ার পর এই বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী।

২০১৭ সালে কংগ্রেসের সহযোগিতায় বানসকন্ঠ জেলার ভাদগাম বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন জিগনেশ মেভানি। কংগ্রেসে যোগ দেওয়ার পর তাঁকে রাজ‍্যশাখার কার্যনির্বাহী সভাপতি করা হতে পারে বলে সূত্রের খবর।

আগামী বছর‌ গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে মেভানির মতো প্রভাবশালী দলিত নেতার কংগ্রেসে যোগ রাজ‍্যে‌ দলের শক্তি যেমন বৃদ্ধি করবে তেমনি বিজেপির কপালে চিন্তার ভাঁজও ফেলবে যথেষ্ট বলে মনে করা হচ্ছে।

অপরদিকে, কানহাইয়া কুমার, যিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারের বেগুসরাই থেকে সিপিআইয়ের টিকিটে প্রার্থী হয়েছিলেন, তাঁর সাথে আরো একাধিক বাম নেতাও কংগ্রেসে যোগ দেবেন জানা গেছে।

কয়েকদিন আগেই দিল্লিতে রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেছিলেন মেভানি এবং কানহাইয়া। তখন তাঁদের কংগ্রেসে যোগদানের জল্পনা তৈরি হলেও তা উড়িয়ে দেন কানহাইয়া কুমার নিজেই।

এই মুহূর্তে দুই নেতাই তাঁদের নিজেদের সেলফোন বন্ধ রেখেছেন। ঘনিষ্ঠদের ফোন মারফত কাছের লোকেদের সাথে যোগাযোগ রাখছেন তাঁরা বলে জানা গেছে।

-With IANS Inputs

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in