Gujrat: গুজরাট নির্বাচনের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস, ‘হাত’ ছাড়লেন হার্দিক প্যাটেল

গুজরাট ভোটের আগে হার্দিকের এই ইস্তফা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে, কংগ্রেসকে বেকায়দায় ফেলতেই কি ভিতর থেকে কলকাটি নাড়ছে বিজেপি? জানা যাচ্ছে, হার্দিকের বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা।
Gujrat: গুজরাট নির্বাচনের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস, ‘হাত’ ছাড়লেন হার্দিক প্যাটেল

গুজরাট নির্বাচনের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। ‘হাত’ ছাড়লেন হার্দিক প্যাটেল।

আগেই বেসুরা হয়েছিলেন। একাধিকবার প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের টুইটার প্রোফাইল থেকে কংগ্রেসের নাম বাদ দিয়েওছিলেন গুজরাট কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি। মে মাসের ৩ তারিখের এই ঘটনার পর, জল্পনা ছিল এবার হাত ছেড়ে শিবির বদল করতে চলেছেন হার্দিক। বুধবার সকালে, সেই জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ছাড়লেন হার্দিক প্যাটেল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি অন্য কোনো দলে তিনি যোগ দিচ্ছেন কিনা।

নিজের টুইটারে পদত্যাগের কথা জানিয়ে হার্দিক লিখেছেন, ‘আমি অনেক সাহস জোগাড় করে কংগ্রেস দল ও যাবতীয় পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি নিশ্চিত যে আমার সতীর্থ ও গুজরাটের মানুষেরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। আমার বিশ্বাস যে আগামীদিনে গুজরাটের মানুষের জন্য ভালভাবে কাজ করতে পারবো।‘

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন হার্দিক। কিন্তু, তিন বছর না কাটতেই কংগ্রেস নিয়ে নানা অভিযোগ তোলেন তিনি। একইসঙ্গে বিজেপি বন্দনাও করেন ২৮ বছর বয়সী পাতিদার নেতা। বিজেপির প্রশংসা করে তিনি বলেন, ‘বিজেপির কিছু জিনিস ভাল এবং আমাদের অবশ্যই তা স্বীকার করতে হবে। বিজেপি রাজনৈতিকভাবে যে সাম্প্রতিক সিদ্ধান্তগুলি নিয়েছে, আমাদের মেনে নিতে হবে যে, তাদের এই ধরনের পদক্ষেপ নেওয়ার শক্তি রয়েছে। আমার বিশ্বাস বিজেপির পক্ষ না নিয়ে বা তাদের প্রশংসা না করেও, আমরা এই সত্যটিকে অন্তত স্বীকার করতে পারি।‘

গুজরাট ভোটের আগে হার্দিকের এই ইস্তফা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে, কংগ্রেসকে বেকায়দায় ফেলতেই কি ভিতর থেকে কলকাটি নাড়ছে বিজেপি? জানা যাচ্ছে, হার্দিকের বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in