Gujarat Assembly Polls 22: কি কি কারণে বিজেপি প্রার্থী করা হল রবীন্দ্র জাদেজা পত্নী রিভাবাকে?

জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রিভাবা প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী বিপেন্দ্রসিংহ চতুরসিংহ জাদেজার বিরুদ্ধে।
নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক জাদেজা
নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক জাদেজাছবি - পিএমও ট্যুইটার

বিজেপি শাসিত গুজরাটে বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। রাজ্যের শাসক দল এবারের নির্বাচনে জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রবীন্দ্র জাদেজার পত্নী রিভাবা জাদেজাকে। নির্বাচনে টিকিট পাওয়া বিজেপি প্রার্থীদের ১৬০ জনের যে প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে নাম রয়েছে রিভাবার।

জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রিভাবা প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী বিপেন্দ্রসিংহ চতুরসিংহ জাদেজার বিরুদ্ধে। এই প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ২০১৭ সালে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে জিতেছিলেন ধর্মেন্দ্রসিংহ এম জাদেজা। তাঁর জায়গাতেই এবার স্থলাভিষিক্ত করা হয়েছে রিভাবাকে।

মূলত যে যে বিষয়গুলিকে সামনে রেখে রিভাবাকে প্রার্থী করেছে বিজেপি :-

১) রিভাবা জাদেজা কংগ্রেসের প্রবীণ নেতা হরি সিং সোলাঙ্কির পূর্বপরিচিত এবং রাজপুত ঐতিহ্যবাহী প্রাক্তন রাজপরিবারের অন্তর্গত।

২) তিনি জামনগর সৌরাষ্ট্র অঞ্চলের একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগদান করেন।

৩) সূত্রের খবর, গুজরাটে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই নিজের নির্বাচনী এলাকায় বিজেপির সমর্থনের জন্য প্রচার চালিয়েছেন রিভাবা।

৪) গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

৫) শুধু তাই নয়, রাজপুত দল করোনি সেনার সদস্যও ছিলেন রিভাবা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ২০১৬ সালে রবীন্দ্র জাদেজাকে বিয়ে করেন তিনি।

এইসব কারণগুলিকে সামনে রেখেই আসন্ন বিধানসভা নির্বাচনে রিভাবাকে প্রার্থী করেছে বিজেপি। এমনটাই জানা গেছে সূত্র মারফত।

নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক জাদেজা
ক্ষমতায় ফিরলে রাজ্যে অলিম্পিক্স গেমস হোস্ট করা হবে, নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি BJP-র
নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক জাদেজা
Gujarat Assembly Polls 22: ২০০২ সালে উচিত শিক্ষা দিয়েছিল বিজেপি - কংগ্রেসকে নিশানা শাহের
নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক জাদেজা
BJP Vs AAP: বিজেপি সাংসদ মনোজ তিওয়ারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে AAP

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in