Goa: কয়েক মাসেই মোহভঙ্গ, বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছাড়লেন সাধারণ সম্পাদক ইয়াতিস নায়েক

প্রাক্তন গোয়া মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফ্যালেইরোর সঙ্গে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যে ৯ জন তৃণমূলে যোগ দেন, তাঁদের মধ্যে নায়েকও ছিলেন একজন।
ইয়াতিস নায়েক
ইয়াতিস নায়েকছবি সৌজন্যে - ট্যুইটার

ফেব্রুয়ারিতেই বিধানসভা নির্বাচন ছোট রাজ্য গোয়ায়। সব রাজনৈতিক দলই নিজেদের শেষ মুহূর্তে প্রচার পর্ব সেরে ফেলতে চাইছে। এরই মধ্যে প্রায়দিনই দলবদলে মতো ঘটনাও ঘটছে। গত কয়েক মাসে অন্য দল থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন অনেকেই। এখন নির্বাচনের ঠিক আগে আগে অনেকেই আবার ঘাসফুল শিবির ছেড়ে বেরিয়ে আসছেন। সেরকমই গোয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইয়াতিস নায়েক তৃণমূল ছাড়লেন।

সূত্রের খবর, দলের প্রতি এক প্রকার ক্ষুব্ধ হয়ে তিনি দলত্যাগ করেছেন। কিন্তু অল্পদিনে তাঁর মোহভঙ্গ হয়েছে বলে গোয়া রাজনৈতিক মহল মনে করছে। প্রাক্তন গোয়া মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফ্যালেইরোর সঙ্গে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যে ৯ জন তৃণমূলে যোগ দেন, তাঁদের মধ্যে নায়েকও ছিলেন একজন।

জানা গিয়েছে, গোয়া তৃণমূল কংগ্রেসের সভাপতিকে উদ্দেশ্য করে ইয়াতিস যে পদত্যাগপত্র পাঠিয়েছেন, তাতে লিখেছেন, 'গোয়ায় দল যেভাবে কাজ করছে, তাতে দলের সদস্য হিসেবে আমার থাকার কোনও কারণ দেখছি না। আমি অপমানিত বোধ করছি। এই সবকিছুর মধ্যে আমি ক্লান্ত, হতাশ।' তিনি আরও লিখেছেন, শেষ মুহূর্তে অন্য দল থেকে যে নেতারা এসেছেন, তাঁদের নাম তালিকায় উল্লেখ করা হয়েছে।

সম্ভবত তৃণমূল যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে নাম না থাকাতেই পদত্যাগ করলেন তিনি। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয় বারের জন্যও বঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল। তারপর রাজ্যের বাইরে পা রাখে। অসম, ত্রিপুরা, গোয়ায় অনেকেই অন্য দল থেকে তৃণমূলে যোগদান করেন।

কিন্তু দেখা গিয়েছে, যোগদানের মাত্র মাসখানেকের মধ্যেই দলের প্রতি মোহভঙ্গ হয়েছে ওই নেতাদের। কেউ পদত্যাগ করতে চেয়ে আবেদন করেছেন অথবা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তাঁদের মধ্যে আছেন, গোয়ার প্রাক্তন বিধায়ক লাভো মামলেদার, রাম মান্দ্রেকর, কিশোর পাওয়ার, কোমল পাওয়ার এবং সুজয় মালিক। তৃণমূল ছেড়ে দেওয়ার সময় সবার অভিযোগ প্রায় একই ছিল। তাঁদের বক্তব্য, আমরা এই দলে থাকতে চাই না। তৃণমূল ধর্মের ভিত্তিতে গোয়ায় বিভেদ তৈরি করতে চাইছে। গোয়ার ধর্মনিরপেক্ষতা নষ্ট হতে দেব না।

গোয়ায় নির্বাচনের প্রায় তিন মাস আগে থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে তৃণমূল। লক্ষ্য ২০২৪-এর সাধারণ নির্বাচন। সেই লক্ষ্যেই তৃণমূল ছোটো ছোটো রাজ্যে প্রভাব বিস্তার করতে চাইছে। তবে শেষ পর্যন্ত ভোট বাক্স কী বলবে, তার জন্য অপেক্ষা করতে হবে ১০ মার্চ পর্যন্ত।

ইয়াতিস নায়েক
Goa: আবারও মোহভঙ্গ, বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন টনি ডায়াস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in