Goa: বিজেপি খুব তাড়াতাড়ি রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করবে - দাবি মণীশ সিসোদিয়ার

সিসোদিয়ার দাবি অনুসারে, বিজেপি খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তকে বদল করবে। যদিও গোয়া বিজেপির পক্ষ থেকে পুরো বিষয়টাকেই গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ছবি মণীশ সিসোদিয়ার ট্যুইটার ভিডিও থেকে স্ক্রীনশট

বিজেপি খুব তাড়াতাড়ি গোয়ার মুখ্যমন্ত্রী বদল করবে। শনিবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই দাবি করেছেন। সিসোদিয়ার দাবি অনুসারে, বিজেপি খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তকে বদল করবে। যদিও গোয়া বিজেপির পক্ষ থেকে পুরো বিষয়টাকেই গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

বিজেপি রাজ্যসভা সদস্য বিনয় তেন্ডুলকর এই প্রসঙ্গে সাংবাদিকদের জানান, আমি এই বিষয়ে কিছু জানিনা। সবই গুজব। মুখ্যমন্ত্রী দক্ষ হাতে রাজ্য সরকার চালাচ্ছে। আমি মনে করিনা নির্বাচনের দু’মাস আগে কোনো দল এভাবে মুখ্যমন্ত্রী বদল করতে পারে। প্রসঙ্গত, ২০২২ সালের প্রথম দিকেই গোয়া বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সিসোদিয়া বলেন, ক্ষমতাসীন বিজেপির সূত্র অনুসারে তারা জানিয়েছে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা নিয়ে ১০ টি পয়েন্ট দিয়ে স্মারকলিপি তৈরি করা হচ্ছে। খুব শীগগির গোয়ার মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে।

তিনি বলেন, ২০২২ গোয়া বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য রাজ্যের মত এখানেও মুখ্যমন্ত্রীর বদল করা হবে। সাওন্তকে সরানোর জন্য ১০টি কারণ আছে বলেও তিনি জানান।

সিসোদিয়া আরও বলেন, বিজেপি সাওন্তের ব্যর্থতার ১০টি তালিকা তৈরি করেছে। যার মধ্যে শীর্ষে আছে কোভিড পরিস্থিতি সামলানোয় ব্যর্থতা। এছাড়াও আগাম সতর্কতা থাকা সত্ত্বেও ঘূর্ণিঝড় তালুকার নিয়ন্ত্রণে ব্যর্থতা। ওইসময় গোয়ার সারাদিন ধরে বিদ্যুৎ ছিলোনা। তাছাড়া কোভিড-১৯ যোদ্ধাদের মৃত্যুতে ক্ষতিপূরণ দেবার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো তাও পালন করা হয়নি।

তাৎপর্যপূর্ণভাবে শুক্রবার রাতে আচমকাই দিল্লিতে ডেকে পাঠানো হয় গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত, রাজ্য বিজেপি সভাপতি সদানন্দ শেঠ থানাভাডে এবং সাংগঠনিক সম্পাদক সতীশ ধন্দকে।

গোয়া বিজেপির এই তিন নেতা গতকাল রাতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ-এর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং গোয়ার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। যদিও দিল্লি থেকে ফিরে সাওন্ত সাংবাদিকদের জানান, গোয়ার নির্বাচন নিয়ে এই বৈঠক ছিলো।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে বিজেপি একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করেছে। যার মধ্যে আছে উত্তরাখন্ড, গুজরাট, কর্ণাটক।

- with Agency Inputs

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in