Goa: রাজ্যের সব বিধায়কের লাই ডিটেক্টর টেস্ট করা হোক - দাবি বিজেপি টিকিট প্রত্যাশী রিকার্ডো ডি’সুজার

২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট প্রত্যাশী রিকার্ডো ডি’সুজা চান সব বিধায়ক লাই ডিটেক্টর ( Lie detector) পরীক্ষা করা হোক। তাহলেই প্রমাণ হয়ে যাবে তাঁরা জীবনে কোনোদিন ঘুষ নিয়েছেন কিনা।
রিকার্ডো ডি’সুজা
রিকার্ডো ডি’সুজাফাইল ছবি ভয়েস অফ গোয়া ফেসবুক ভিডিও থেকে স্ক্রীনশট

গোয়ার অন্যতম শীর্ষ নাইটক্লাব ‘ক্লাব টিটোস’ -এর প্রাক্তন মালিক, এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট প্রত্যাশী রিকার্ডো ডি’সুজা চান সব বিধায়ক লাই ডিটেক্টর ( Lie detector) পরীক্ষা করা হোক। তাহলেই প্রমাণ হয়ে যাবে তাঁরা জীবনে কোনোদিন ঘুষ নিয়েছেন কিনা।

ভারতীয় জনতা পার্টির গোয়া নির্বাচনের ইনচার্জ দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করার পর মঙ্গলবার গভীর রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিসুজা। প্রাক্তন নাইটক্লাবের মালিক উত্তর গোয়ার ক্যালাঙ্গুট বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। প্রতিটি পরিবারকে একটি করে অ্যাপার্টমেন্ট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

রাজনীতিতে দুর্নীতির বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ডিসুজা বলেন, সব বিধায়ককে লাই ডিটেক্টর (Lie detector) পরীক্ষার অধীনে রাখা উচিৎ, যাতে প্রমাণ করা যায় যে তাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত নয়।

ডিসুজা বলেন, “প্রযুক্তি আছে। সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর লাই ডিটেক্টর আছে। সেগুলো নিয়ে আসুন এবং পরীক্ষা করুন। দেখা যাক কে লুঠ করেছে”। ডিসুজা চলতি বছরের জুনে প্রকাশ্যে বলেন যে - সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ এবং এনজিও–র হয়রানির কারণে তিনি গোয়ার রাজ্যের অন্যতম জনপ্রিয় নাইট ক্লাব “ক্লাব টিটো” বিক্রি করতে বাধ্য হয়েছেন।

ডিসুজা আরও বলেন - তিনি আসন্ন ২০২২ সালের নির্বাচনে বিজেপির টিকিটের প্রত্যাশী। ক্যালাঙ্গুট থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও কয়েকটি দলের কাছ থেকেও তিনি প্রস্তাব পেয়েছিলেন। “সমস্ত বিকল্পই আমার কাছে আছে। প্রতিটি দল আমার কাছে এসেছে। AAP (আম আদমি পার্টি), কংগ্রেস, এনসিপি (জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি)। বিভিন্ন নেতাদের সঙ্গে আমার ছবি দেখে থাকবেন”।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in