জি বিবেক ভেঙ্কটস্বামী
জি বিবেক ভেঙ্কটস্বামীছবি - সংগৃহীত

Telangana Polls: বিধানসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে ফের ধাক্কা, কংগ্রেসে ফিরলেন প্রাক্তন সাংসদ

People's Reporter: বুধবারই নিজের পদত্যাগপত্র জমা দেন বিবেক ভেঙ্কটস্বামী। তেলেঙ্গানার বিজেপি সভাপতি জি কিশান রেড্ডিকে তিনি লেখেন, "অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি বিজেপি থেকে পদত্যাগ করছি"।

বিধানসভা নির্বাচনের আগে তেলেঙ্গানা বিজেপিতে আবারও ধাক্কা। প্রাক্তন সাংসদ তথা বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য জি বিবেক ভেঙ্কটস্বামী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। যা নিয়ে নির্বাচনের মুখে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির।

বুধবারই নিজের পদত্যাগপত্র জমা দেন বিজেপি নেতা বিবেক ভেঙ্কটস্বামী। তেলেঙ্গানার বিজেপি সভাপতি জি কিশান রেড্ডিকে তিনি লেখেন, "অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করছি"।

তেলেঙ্গানায় নির্বচনী প্রচার চলাকালীনই পুত্র ভামসী কৃষ্ণকে সাথে নিয়ে রাহুল গান্ধীর সাথে দেখা করেন ভেঙ্কটস্বামী। এরপর রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেভান্থ রেড্ডি সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, বিবেক দলে আসায় বিআরএসকে ক্ষমতাচ্যুত করার কাজ আরও সহজ হয়ে গেল।

অনেকেই মনে করছেন কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিবেক ভেঙ্কটস্বামী বিজেপি ছেড়েছেন। তবে তাঁর দাবি, তিনি কোনও পদের লোভ বা নির্বাচনে লড়ার জন্য কংগ্রেসে যোগদান করেননি। তাঁর মূল লক্ষ্য হল কেসিআর সরকারকে তেলেঙ্গানার শাসন ক্ষমতা থেকে টেনে নামানো। যদিও সূত্রের খবর, তাঁর ছেলে কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

তিনি এও বলেন, গত ১০ বছরে কেসিআর সরকার তেলেঙ্গানার মানুষের জন্য কোনো কাজ করেনি। শুধুমাত্র নিজের পরিবারের উন্নতি করে গেছে। তাই সময় এসেছে সকলে একত্রিত হয়ে এই সরকারকে উৎখাত করার।

বিবেক হলেন প্রয়াত কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জি ভেঙ্কটস্বামীর পুত্র। ২০০৯ সালে পেড্ডাপল্লী লোকসভা আসন থেকে তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরে তেলেঙ্গানাকে পৃথক রাজ্য তৈরির দাবিতে কংগ্রেসে ছেড়ে টিআরএস (বর্তমান বিআরএস)-এ যোগদান করেন। ২০১৪ সালে তেলেঙ্গানা বিল পাস হওয়ার পর কংগ্রেসে ফিরে আসেন। ২০১৬ সালে ফের টিআরএস-এ যোগ দেন। ২০১৯ সালে টিআরএস ছেড়ে যোগ দেন বিজেপিতে। ২০২৩ সালে তিনি আবারও ফিরলেন কংগ্রেসে।

জি বিবেক ভেঙ্কটস্বামী
Telangana Election 2023: নির্বাচনের আগে তেলেঙ্গানায় বাজেয়াপ্ত ২৪০ কোটির টাকার বেআইনি সামগ্রী
জি বিবেক ভেঙ্কটস্বামী
Rajasthan Polls: পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ, OPS চালু! আরও ৫ নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা গেহলটের

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in