শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে
শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গেফাইল ছবি, গ্রাফিক্স - আকাশ

Congress President: কংগ্রেস সভাপতি পদে খাড়গে বনাম থারুরের লড়াই - দেশ জুড়ে ৬৭ বুথ

প্রতি রাজ্যের রাজধানীতে আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পুরো ভোট প্রক্রিয়াই গোপন ব্যালটে হবে। ভোটগ্রহণ শেষ হবার পর সমস্ত ব্যালট বাক্স AICC সদর দফতরে আনা হবে।

কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের তারিখ চলে যাবার পর, ১৭ অক্টোবরের নির্বাচনের জন্য দলে এখন দুই প্রতিদ্বন্দ্বী - শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গে। দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ (সিইএ) জানিয়েছে এই নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্যে মোট ৬৭টি বুথ করা হচ্ছে।

সিইএ-র চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি দলীয় সভাপতি নির্বাচন প্রসঙ্গে জানিয়েছেন, "এআইসিসি-তেও একটি বুথ থাকবে, বিশেষ করে সমস্ত সিনিয়র নেতা, ওয়ার্কিং কমিটির সদস্য এবং যাদের পরিচয়পত্র অন্য রাজ্যের কিন্তু যারা দিল্লিতে থাকছেন তাদের জন্য। যারা দিল্লিতে ভোট দিতে চান তাঁদের জন্য দিল্লিতে ভোটদানের ব্যবস্থা করা হবে।"

শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে
Child Marriage: বাড়ছে বাল্যবিবাহ! কেন্দ্রীয় পরিসংখ্যানে শীর্ষে ঝাড়খণ্ড, দ্বিতীয় পশ্চিমবঙ্গ
শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে
Rahul Gandhi: আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে - রাহুল গান্ধী

রাহুল গান্ধী এবং অন্যান্য যারা ভারত জোড়ো যাত্রায় অংশ নিচ্ছেন তাদের জন্য একটি বিশেষ ক্যাম্প বুথ স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, "এই প্রার্থীদের প্রচারের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শনিবার থেকে শুরু হয়েছে। যদিও তাঁরা ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। কারণ, আমি বলতে চাচ্ছি, তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। দলীয় সংবিধান অনুযায়ী, আমরা মনোনয়ন প্রত্যাহারের জন্য তাঁদের সাত দিনের সময়সীমা দিয়েছিলাম।"

প্রতিটি রাজ্যের রাজধানীতে আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পুরো ভোট প্রক্রিয়াই গোপন ব্যালটে হবে। ভোটগ্রহণ শেষ হবার পর সমস্ত ব্যালট বাক্স এআইসিসি সদর দফতরে আনা হবে। এরপর ১৯ অক্টোবর ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষ হওয়ার সাথে সাথে ফলাফল ঘোষণা করা হবে।

শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে
Congress President: চরম নাটকীয়তা, কংগ্রেসের সভাপতি হওয়ার দৌড়ে মল্লিকার্জুন খাড়গে!
শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে
Congress: সভাপতির দৌড় থেকে ছিটকে গেলেন গেহলট, আসরে মল্লিকার্জুন খাড়গে-দিগ্বিজয় সিং

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in