ভোটমুখী উত্তরপ্রদেশে ফৈজাবাদ স্টেশনের নাম অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখার প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের

ট‍্যুইটে বলেছে, "ফৈজাবাদ স্টেশনের নাম অযোধ্যা ক‍্যান্টনমেন্ট রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার। নাম পরিবর্তন নিয়ে বিজ্ঞপ্তি জারির অনুমতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।"
ভোটমুখী উত্তরপ্রদেশে ফৈজাবাদ স্টেশনের নাম অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখার প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের
ছবি সংগৃহীত

ফৈজাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ক‍্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর থেকে এক ট‍্যুইট বার্তায় একথা জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে সরকারের এই সিদ্ধান্তে রাজ‍্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা শুরু হয়েছে।

ট‍্যুইটারে জানানো হয়েছে, "ফৈজাবাদ রেলওয়ে স্টেশনের নাম অযোধ্যা ক‍্যান্টনমেন্ট রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার। নাম পরিবর্তন নিয়ে বিজ্ঞপ্তি জারির অনুমতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।"

এর আগে ২০১৮ সালে ফৈজাবাদ জেলার নাম পরিবর্তন করে অযোধ্যা এবং এলাহবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করেছিল সরকার। সেইসময় সরকারের এই সিদ্ধান্তে দেশজুড়ে শুরু হওয়া সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আমাদের যা ভালো মনে হয়েছে তাই করেছি। জনগণ এটাই চেয়েছিলেন।"

ফৈজাবাদ, এলাহাবাদের নাম পরিবর্তনের পর ২০১৯ সালে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে মোঘলসরাই শহরের নাম পরিবর্তন করে পন্ডিত দীনদয়াল উপাধ‍্যায় নগর করার কথা ঘোষণা করে উত্তরপ্রদেশের বিজেপি সরকার।

যোগী সরকারের এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি রাজ‍্যের রাজনৈতিক দলগুলো। তাদের অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্কিত নামগুলোই পরিবর্তন করছে সরকার।

ভোটমুখী উত্তরপ্রদেশে ফৈজাবাদ স্টেশনের নাম অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখার প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের
Uttar Pradesh: যোগীরাজ্যে নাম বদলের ধুম - এবার বদল হবার পথে মানেকা গান্ধীর কেন্দ্র সুলতানপুর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in