ভারতের নির্বাচন কমিশনের দপ্তর
ভারতের নির্বাচন কমিশনের দপ্তরফাইল চিত্র সংগৃহীত

LIVE BLOG: Bye Election Results: আজ ১৪ রাজ্যের ৩০ বিধানসভা এবং ৩ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল

আজ মঙ্গলবার ফলাফল ঘোষিত হবে দেশের তিন লোকসভা এবং ৩০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের। গত ২৮ সেপ্টেম্বর এই উপনির্বাচনের ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন।

হরিয়ানার এলেনাবাদ কেন্দ্রে পিছিয়ে বিজেপি, এগিয়ে আইএনএলডি

হরিয়ানার একমাত্র কেন্দ্রে পিছিয়ে গেল বিজেপি। এখনও পর্যন্ত হওয়া গণনা অনুসারে রাজ্যের এলেনাবাদ কেন্দ্রে এগিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল প্রার্থী অভয় সিং চৌতালা।

এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ৪৫,১৭১ ভোট। বিজেপি প্রার্থী গোবিন্দ কান্ডা পেয়েছেন ৪২,০৭৪ ভোট এবং কংগ্রেস প্রার্থী পবন বেনিওয়াল পেয়েছেন ১৫,৮৮৬ ভোট।

রাজস্থানে দুই কেন্দ্রেই এগিয়ে কংগ্রেস, বল্লভনগরে তৃতীয় স্থানে বিজেপি

রাজস্থানের দুই বিধানসভা আসনেই বড়ো ব্যবধানে এগিয়ে কংগ্রেস। এখনও পর্যন্ত হওয়া গণনা অনুসারে রাজ্যের ধারিওয়াড় কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নাগরাজ পেয়েছেন ৫৯,৪৩৪ ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী খেত সিং পেয়েছেন ৩৯,১৮২ ভোট।

বল্লভনগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রীতি গজেন্দ্র সিং শেখাওয়াত পেয়েছেন ৩১,৮৩৯ ভোট। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে আছেন আরএলপি-র উদয়লাল ডাঙ্গি। তাঁর প্রাপ্ত ভোট ২৩,৩৪৯ এবং বিজেপি প্রার্থী হিম্মত সিং ঝালা পেয়েছেন ১৪,৫১১ ভোট।

কর্ণাটকে ১টি করে আসনে এগিয়ে বিজেপি ও কংগ্রেস

কর্ণাটকে দুই বিধানসভা আসনের একটিতে এগিয়ে কংগ্রেস এবং অন্যটিতে এগিয়ে বিজেপি।

এখনও পর্যন্ত হওয়া গণনা অনুসারে রাজ্যের সিন্ডগি কেন্দ্রে বিজেপি প্রার্থী ভুসানুর রমেশ বালাপ্পা এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৯৩,৩৮০ ভোট। কংগ্রেস প্রার্থী অশোক মালাপ্পা মানাগুলি পেয়েছেন ৬২,২৯২ ভোট।

হাঙ্গাল কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মানে শ্রীনিবাস পেয়েছেন ৬৮,৫৪৩ ভোট এবং বিজেপি প্রার্থী শ্রীনিবাস শরণাপ্পা সাজ্জানার পেয়েছেন ৬২,২২৮ ভোট।

হিমাচল প্রদেশের তিন বিধানসভা ও এক লোকসভা আসনে এগিয়ে কংগ্রেস

হিমাচল প্রদেশে উপনির্বাচনে তিন বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রেই এগিয়ে কংগ্রেস।

আরকি কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী সঞ্জয়। তিনি পেয়েছেন ১৯৮১২ ভোট এবং বিজেপি প্রার্থী রতন পাল সিং পেয়েছেন ১৫,৮৩০ ভোট।

ফতেপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভবানী সিং পাঠানিয়া পেয়েছেন ১৫,৮১৪ ভোট। বিজেপি প্রার্থী বলদেব ঠাকুর পেয়েছেন ১৩,৪৫৭ ভোট।

জুব্বল কোঠখাই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রোহিত ঠাকুর পেয়েছেন ২৯,৪৪৭ ভোট। নির্দল প্রার্থী চেতন সিং ব্রাগতা পেয়েছেন ২৩,৩৪৪ ভোট। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছেন ২,৫৮৪ ভোট।

মান্ডি লোকসভা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী প্রতিভা সিং। তিনি এখনও পর্যন্ত পেয়েছেন ৩,৬২,৩১৪ ভোট এবং বিজেপি প্রার্থী ব্রিগেড্রিয়ার কুশল চন্দ্র ঠাকুর পেয়েছেন ৩,৫৩,৪৬৯ ভোট।

রাজ্যের চার কেন্দ্রেই বিশাল ব্যবধানে জয়লাভ করার পথে তৃণমূল

রাজ্যের চার কেন্দ্রেই বিশাল ব্যবধানে জয়লাভ করতে চলেছে তৃণমূল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ১,৫১,১৬৩ ভোট (৮৪.৫৪%)। বিজেপি প্রার্থী পেয়েছেন ১৯,৫৬২ ভোট (১০.৯৪%)। ফরোয়ার্ড ব্লক প্রার্থী পেয়েছেন ৪,৯৩৬ ভোট (২.৭৬%)।

গোসাবা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ১,৬০,২৩১ ভোট (৮৭.১৫%)। বিজেপি প্রার্থী পেয়েছেন ১৮,৩৩৮ ভোট (৯.৯৭%) এবং আরএসপি প্রার্থী পেয়েছেন ৩,০৬৮ ভোট (১.৬৭%)।

শান্তিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী পেয়েছেন ৭১,০১২ ভোট (৫৩.৮৭%)। বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৩,৯৮৬ ভোট (২৫.৭৮%) এবং সিপিআই(এম) প্রার্থী সৌমেন মাহাতো পেয়েছেন ২৩,৭৩০ ভোট (১৮%)।

খড়দহ কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ৯৩,৬৯৮ ভোট (৭২.৪%)। বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন ১৬,৯৪৭ ভোট (১৩.০৯%) এবং সিপিআইএম প্রার্থী পেয়েছেন ১৪,৯৩০ ভোট (১১.৫৪%)।

বিহারে দুই কেন্দ্রের একটিতে এগিয়ে জেডিইউ, অন্যটিতে আরজেডি

বিহারে উপনির্বাচন হওয়া দুই আসনের একটিতে এগিয়ে জেডিইউ এবং অন্য আসনে এগিয়ে আরজেডি। এদিন সকালে আরজেডি নেতা তেজস্বী যাদব দাবি করেছেন দুটি আসনেই তাঁরা বড়ো ব্যবধানে জয়ী হবেন।

যদিও এখনও পর্যন্ত হওয়া গণনার হিসেব অনুসারে কুশেশ্বর আস্থান কেন্দ্রে অনেকটাই এগিয়ে জেডিইউ প্রার্থী আমন ভূষণ হাজারি। এখনও পর্যন্ত হওয়া গণনা অনুসারে এই কেন্দ্রে জেডিইউ প্রার্থী হাজারি পেয়েছেন ৩০,৮০৯ ভোট। অন্যদিকে আরজেডি প্রার্থী গণেশ ভারতী পেয়েছেন ২১,৯০২ ভোট।

রাজ্যের অন্য কেন্দ্র তারাপুরে এগিয়ে আরজেডি প্রার্থী। এখনও পর্যন্ত হওয়া গণনায় আরজেডি প্রার্থী পেয়েছেন ১৮,৪৫০ ভোট এবং জেডিইউ প্রার্থী পেয়েছেন ১৫,৮৯৯ ভোট।

রাজ্যের চার কেন্দ্রেই এগিয়ে তৃণমূল, খড়দহে বিজেপিকে সরিয়ে দ্বিতীয় স্থানে সিপিআইএম

রাজ্যের চার কেন্দ্রেই এগিয়ে আছে তৃণমূল। খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রের উপনির্বাচনে এখনও পর্যন্ত হওয়া গণনায় অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থীরা। সেই হিসেবে বিজেপির হাতছাড়া হতে চলেছে শান্তিপুর এবং দিনহাটা।

যদিও এই নির্বাচনের উল্লেখযোগ্য ঘটনা খড়দহে বাম প্রার্থীর দ্বিতীয় স্থানে উঠে আসা। এখনও পর্যন্ত হওয়া গণনা অনুসারে বিজেপি প্রার্থীকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছেন সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এখনও পর্যন্ত হওয়া গণনায় খড়দহ কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ৩৬,৪৩৯ ভোট। সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস পেয়েছেন ৮,৬৭২ ভোট এবং বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন ৭,৪৩০ ভোট। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট গত বিধানসভা নির্বাচনের তুলনায় অনেক কম।

শান্তিপুর কেন্দ্রে এখনও পর্যন্ত হওয়া গণনা অনুসারে তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী পেয়েছেন ৪০,৮৯৮ ভোট। বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস পেয়েছে ২২,০৬১ ভোট এবং সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো পেয়েছেন ৮,৩৫৭ ভোট।

গোসাবা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ১,৪১,২৬২ ভোট। বিজেপি প্রার্থী পলাশ রানা পেয়েছেন ১৭,০১৩ ভোট এবং আরএসপি প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল পেয়েছেন ২,৮১০ ভোট।

দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ১,১৮,১৭৪ ভোট। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন ১৬,৬৬৫ ভোট এবং ফরোয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ৪,০৯০ ভোট।

মান্ডিতে এগিয়ে কংগ্রেস, হিমাচলে কংগ্রেস বিজেপি জোর লড়াই

হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে আবার এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী প্রতিভা সিং। তিনি রাজ্যের ৬ বারের মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিং-এর স্ত্রী।

এদিন সকাল থেকেই এই কেন্দ্রে জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রথম থেকে কংগ্রেস প্রার্থী এগিয়ে গেলেও একসময় বিজেপি প্রার্থী কুশলচাঁদ ঠাকুর এগিয়ে যান। এই মুহূর্তে আবার এগিয়ে গেছেন কংগ্রেস প্রার্থী। যদিও তুমুল লড়াই চলা এই কেন্দ্রে সামান্য ভোটেই এগিয়ে কংগ্রেস।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে কংগ্রেস প্রার্থী পেয়েছে ২.০৩ লক্ষ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ১.৯৯ লক্ষ ভোট।

বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন।

মান্ডি লোকসভা কেন্দ্র ছাড়াও ফতেপুর কেন্দ্রেও কংগ্রেস বিজেপির মধ্যে জোর লড়াই চলছে। এই মুহূর্তে ওই কেন্দ্রে অল্প ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী।

রাজ্যর আরকি কেন্দ্রে অনেক ভোটে এগিয়ে কংগ্রেস।

রাজ্যের তৃতীয় কেন্দ্র জুব্বাল কোঠখাই কেন্দ্রে এগিয়ে নির্দল প্রার্থী চেতন সিং ব্রাগতা। এই কেন্দ্রে বিজেপি তৃতীয় স্থানে।

হিমাচল প্রদেশের মান্ডিতে এগিয়ে গেল বিজেপি

হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রে এগিয়ে বিজেপি। গতবার এই আসনে বিজেপি জয়ী হয়েছিলো। প্রথম থেকে এই আসনে কংগ্রেস এগিয়ে থাকলেও এই মুহূর্তে এই আসনে এগিয়ে বিজেপি প্রার্থী ব্রিজকুশল চাঁদ ঠাকুর।

দাদরা ও নগর হাভেলী কেন্দ্রে এগিয়ে শিবসেনা

নির্বাচন কমিশনের সূত্র অনুসারে দাদরা ও নগরহাভেলী এবং দমন ও দিউ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে শিবসেনা। এখনও পর্যন্ত মোট গণনা হওয়া ভোটের ৫৫.১৬ শতাংশ পেয়েছে শিবসেনা। বিজেপি প্রার্থী পেয়েছে ৪০.০৭ শতাংশ ভোট।

ভোট গণনা শুরু, রাজ্যের চার আসনেই এগিয়ে তৃণমূল

রাজ্যের ৪ বিধানসভা আসন সহ দেশের ১৪টি রাজ্যের ৩০ বিধানসভা এবং ৩টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা সকাল থেকেই শুরু হয়েছে।

প্রাথমিক খবর অনুসারে, হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে এগিয়ে আছে কংগ্রেস প্রার্থী প্রতিভা সিং। মধ্যপ্রদেশের খান্ডোয়া আসনে এগিয়ে আছে বিজেপি প্রার্থী জ্ঞানেশ্বর পাতিল।

৩০টি বিধানসভা আসনের মধ্যে আসামের ৩ আসনে এগিয়ে বিজেপি। ১ আসনে কংগ্রেস এবং ১ আসনে ইউপিপিএল।

বিহারের ২টি আসনেই এগিয়ে আছে জেডিইউ প্রার্থী। এই আসন দুটি জেডিইউ-এর দখলে ছিলো।

কর্ণাটকের ২ আসনের মধ্যে ১টি করে আসনে এগিয়ে কংগ্রেস ও বিজেপি।

মধ্যপ্রদেশের ৩টি আসনেই এগিয়ে বিজেপি প্রার্থীরা।

মেঘালয়ের ৩ আসনের মধ্যে দুটিতে এগিয়ে এনপিপি এবং ১টি তে এগিয়ে ইউডিপি।

রাজস্থানের ২টি আসনের দুটিতেই এগিয়ে কংগ্রেস।

পশ্চিমবঙ্গের ৪টি আসনের ৪টিতেই এগিয়ে আছে তৃণমূল।

সকাল থেকেই ভোট গণনা

আজ মঙ্গলবার ফলাফল ঘোষিত হবে দেশের তিন লোকসভা এবং ৩০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের। গত ২৮ সেপ্টেম্বর এই উপনির্বাচনের ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুসারে ৩০ অক্টোবর হওয়া উপনির্বাচনের ভোট গণনা হবে ২ নভেম্বর। পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্র খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবাতেও এদিন ফলাফল ঘোষিত হবে।

উপনির্বাচনের নোটিফিকেশন জারি হয় ১ অক্টোবর (শুক্রবার)। মনোনয়ন জমা দেবার শেষ দিন ছিলো ৮ অক্টোবর (শুক্রবার)। স্ক্রুটিনি ১১ অক্টোবর (সোমবার) এবং মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ছিলো ১৩ অক্টোবর (বুধবার)। শুধুমাত্র আসাম, বিহার এবং পশ্চিমবঙ্গের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ১৬ অক্টোবর (শনিবার)।

দাদরা নগর হাভেলী এবং দমন ও দিউ, মধ্যপ্রদেশের খান্ডোয়া এবং হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন এবং বিভিন্ন রাজ্যের ৩০টি বিধানসভা আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৩০ বিধানসভা আসনের মধ্যে আছে -

অন্ধ্রপ্রদেশের বাদভেল।

আসামের গোসাইগাঁও, ভবানীপুর, তমুলপুর, মারিয়ানি এবং থোড়া কেন্দ্র।

বিহারের তারাপুর ও কুশেশ্বর আস্থান।

হরিয়ানার এলেনাবাদ।

হিমাচল প্রদেশের ফতেপুর, আরকি ও জুব্বাল কোথাকি।

কর্ণাটকের সিন্দগি এবং হাঙ্গাল।

মধ্যপ্রদেশের পৃথ্বীপুর, রায়গাঁও ও জোবাট।

মহারাষ্ট্রের দেগলুর।

মেঘালয়ের রাজাবালা।

মিজোরামের তুইরিয়াল।

নাগাল্যান্ডের সামতোড় চেসোড়ে।

রাজস্থানের বল্লভনগর ও ধারিওয়াড়।

তেলেঙ্গানার হুজুরাবাদ।

পশ্চিমবঙ্গের দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in