Goa Polls 22: নির্বাচনী ইশতেহারে বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডারের প্রতিশ্রুতি বিজেপির

বিজেপি গোয়াকে একটি আন্তর্জাতিক ফুটবল গন্তব্যে পরিণত করবে। পাশাপাশি রাজ্যের অর্থনীতিকে ৫০ বিলিয়ন ডলারে পরিণত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
গোয়া বিজেপির ইশতেহার প্রকাশ
গোয়া বিজেপির ইশতেহার প্রকাশছবি - প্রমোদ সাওয়ান্ত ট্যুইটার হ্যান্ডেল

আগামী ১৪ই ফেব্রুয়ারী গোয়ায় বিধানসভা নির্বাচন। গোয়ায় ক্ষমতাসীন বিজেপি নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ইতিমধ্যেই। ইশতেহারে গার্হস্থ্য গ্রাহকদের তিনটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও সাশ্রয়ী মূল্যের আবাসন সহ আগামী পাঁচ বছরের জন্য পেট্রোল এবং ডিজেলের উপর রাজ্য সরকার-আরোপিত কর বৃদ্ধি না করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও আবাসন মন্ত্রী নীতিন গড়করি ইশতেহার প্রকাশের সময় উপস্থিত ছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন, বিজেপি গোয়াকে একটি আন্তর্জাতিক ফুটবল গন্তব্যে পরিণত করবে। পাশাপাশি রাজ্যের অর্থনীতিকে ৫০ বিলিয়ন ডলারে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত পানাজিতে সাংবাদিক সম্মেলনে বলেন – “আমরা আমাদের ইশতেহারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আগের ইশতেহারের ৮০ শতাংশ সম্পন্ন করেছি এবং রিপোর্ট কার্ড প্রকাশ করেছি। আমি এটা বলছি কারণ অনেক রাজনৈতিক দল আছে যারা গোয়ায় এসেছে এবং তাদের নিজস্ব ইশতেহার নিয়ে আসছে। আমাদের ডাবল ইঞ্জিন সরকার এই ইশতেহারকে ফলপ্রসূ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে এখনও মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কোনো প্রার্থীকে তুলে ধরা হয়নি। যদিও এবার নির্বাচনে জয়লাভ করার বিষয়ে আশাবাদী কংগ্রেস। বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৭ আসনে জয়ী হয়। প১৩ আসনে জয়ী হওয়া বিজেপি কংগ্রেসকে ভাঙিয়ে ক্ষমতা দখল করে। যে ঘটনাকে কংগ্রেস নেতা ডি শিবকুমার ‘নির্লজ্জ ঘোড়া কেনাবেচা’র সঙ্গে তুলনা করেছেন। প্রসঙ্গত, গোয়ায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১ আসন।

গোয়া বিজেপির ইশতেহার প্রকাশ
Goa Polls 22: কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি, ৪ বছরে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের সম্পদ বেড়েছে ৩ গুণ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in