Assembly Polls 22 Results LIVE: শূন্য হাতেই তৃণমূলকে ফেরাচ্ছে গোয়া, পাঞ্জাব ছাড়া সব রাজ্যে এগিয়ে BJP

Assembly Polls 22 Results LIVE: শূন্য হাতেই তৃণমূলকে ফেরাচ্ছে গোয়া, পাঞ্জাব ছাড়া সব রাজ্যে এগিয়ে BJP

উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজ। পাঞ্জাব বাদে বাকি চারটি রাজ‍্যেই ক্ষমতায় ছিল বিজেপি। পাঞ্জাব ছিল কংগ্রেসের দখলে। এবার কি পালাবদল হবে?

দুটি কেন্দ্রেই হেরে গেলেন পাঞ্জাবে মুখ্যমন্ত্রী

পাঞ্জাবে দুটি কেন্দ্রে - চমকৌর সহিব এবং ভাদৌড় থেকে হেরে গেলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। দুটি কেন্দ্রেই জয়ী হয়েছে আম আদমি পার্টি। ভাদৌড়ে চান্নি পেয়েছেন ২৩ হাজারের কিছু বেশি ভোট। আপের লব সিং উগোকে পেয়েছেন ৫৭ হাজারের বেশি ভোট। অন‍্যদিকে চমকৌর সাহিবে চান্নি পেয়েছেন ৫০ হাজার ভোট এবং আম আদমি পার্টির প্রার্থী পেয়েছেন ৫৪ হাজার ভোট।

পানাজিতে বিজেপির কাছে হেরে‌ গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পাররিকরের ছেলে

উত্তরাখন্ডে হেরে গেলেন কংগ্রেসের হরিশ রাওয়াত

উত্তরাখন্ডের লালকুয়াতে হেরে গেলেন কংগ্রেসের হরিশ রাওয়াত। বিজেপির ডঃ মোহন সিংয়ের কাছে হেরে‌ গেলেন তিনি।

আপ-কে শুভেচ্ছা সিধুর

পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী-মুখ ভগবন্ত মান-কে জয়ী ঘোষণা

পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী-মুখ ভগবন্ত মান-কে জয়ী ঘোষণা করা হলো। পাঞ্জাবের ধুরি থেকে ৪৫ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। জয়ের পরই নিজের কেন্দ্রে বক্তৃতা দেন তিনি।

গোয়া থেকে শূন্য হাতেই ফিরছে তৃণমূল

নির্বাচন কমিশনের সূত্র অনুসারে গোয়ায় অনেকটাই এগিয়ে গেল বিজেপি। বেশ কিছুটা পিছিয়ে পড়েছে কংগ্রেস। এখনও পর্যন্ত হওয়া গণনা অনুসারে কোনো আসনেই এগিয়ে নেই তৃণমূল। যদিও দুটি আসনে এগিয়ে আপ প্রার্থীরা। বিজেপি এগিয়ে ১৮ আসনে। কংগ্রেস ১০ আসনে।

অখিলেশ যাদবের গড়ে তৃতীয় স্থানে বিজেপি

অখিলেশ যাদবের কেন্দ্র করহলে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। প্রথম স্থানে প্রত‍্যাশা মতোই রয়েছে অখিলেশ যাদব। দ্বিতীয় স্থানে রয়েছে বিএসপির কুলদীপ নারায়ণ। তৃতীয় স্থানে রয়েছে বিজেপির অধ‍্যাপক প্রার্থী এসপি সিং বাঘেল। যদিও এখনও বেশ কয়েক রাউন্ড গণনা বাকি।

৩৬৬ ভোটে এগিয়ে রয়েছে গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

উত্তরপ্রদেশে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে পার্থক্য ক্রমশ বাড়ছে

উত্তরপ্রদেশে ২৬২ আসনে এগিয়ে বিজেপি। ম‍্যাজিক ফিগারের (২০২) থেকে অনেক এগিয়ে গেছে বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি এগিয়ে ১৩৬ আসনে। কংগ্রেস ও বিএসপি এগিয়ে যথাক্রমে ১ ও ২টি আসনে।

গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি-কংগ্রেস

শেষ পাওয়া খবর অনুযায়ী গোয়ায় ১৯ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১২ আসনে। তৃণমূল জোট এগিয়ে রয়েছে ৫টি আসনে। অন‍্যান‍্যরা এগিয়ে রয়েছে ৩টি আসনে।

মণিপুরে হাড্ডাহাড্ডি লড়াই

মণিপুরে ২৪ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১২ আসনে। এনপিপি এগিয়ে রয়েছে ১০ আসনে। জেডিইউ এগিয়ে রয়েছে ৬টি আসনে। অন‍্যান‍্যরা এগিয়ে রয়েছে ৮টি আসনে।

পাঞ্জাবে আপ ঝড়ে ভেসে গেলেন চরণজিৎ সিং চান্নি ও সিধু

পাঞ্জাবে চমকৌর সহিব কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। অমৃতসর পূর্ব থেকে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের আর এক হেভিওয়েট নেতা নভজ‍্যোৎ সিং সিধু।

পাঞ্জাবে চালকের আসনে কেজরিওয়ালের AAP

পাঞ্জাবে ৮৬টি আসনে এগিয়ে কেজরিওয়ালের আপ। এখানে ম‍্যাজিক ফিগার ৫৯। ক্ষমতাসীন কংগ্রেস এগিয়ে মাত্র ১৪টি আসনে। ১১টি আসনে এগিয়ে আকালি দল। বিজেপি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ক‍্যাপ্টেন অমরিন্দর সিংয়ের জোট এগিয়ে ৫টি আসনে।

পাঞ্জাবে পিছিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী

পাঞ্জাবে পিছিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক‍্যাপ্টেন অমরিন্দর সিং। পাটিয়ালা উরবান কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। এই কেন্দ্রে এগিয়ে রয়েছে আপ প্রার্থী।

গোয়াতে তৃণমূল এগিয়ে ৫টি আসনে

শেষ পাওয়া খবর অনুযায়ী, গোয়ায় ১৯টি আসনে এগিয়ে বিজেপি। ম‍্যাজিক ফিগার (২১) থেকে মাত্র দুটি আসন দূরে। কংগ্রেস এগিয়ে ১৩টি আসনে। তৃণমূল জোট এগিয়ে ৫টি আসনে।

উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে ম‍্যাজিক ফিগার ছাড়িয়ে গেল বিজেপি

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ম‍্যাজিক ফিগার ছাড়িয়ে গেল বিজেপি জোট। শেষ পাওয়া খবর অনুযায়ী উত্তরপ্রদেশে ২৪০ আসনে এগিয়ে বিজেপি। এখানে ম‍্যাজিক ফিগার ২০২। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি এগিয়ে ১০০ আসনে। উত্তরাখণ্ডে ৪৪ আসনে এগিয়ে বিজেপি। এখানে ম‍্যাজিক ফিগার ৩৬। কংগ্রেস এগিয়ে মাত্র ২০টি আসনে।

গোয়ায় গণনা শেষের আগেই রাজ‍্যপালের সাথে দেখা করতে চায় কংগ্রেস

২০১৭ সাথে বিজেপির থেকে অনেক বেশি আসন পেয়েও সরকার গড়তে পারেনি কংগ্রেস। কংগ্রেসের বিধায়করা দলবদল করে বিজেপিতে যোগ দেওয়ায় সরকার গড়েছিল বিজেপি। সেই ভুল এবার করতে চায় না কংগ্রেস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পেয়ে গণনা শেষের আগেই রাজ‍্যপালের সাথে দেখা করতে চায় তারা। জানা গেছে আজ বিকেল ৩টের সময় রাজ‍্যপালের সাথে দেখা করবে কংগ্রেস।

পাঞ্জাবে কংগ্রেসকে অনেক পিছনে ফেলে এগিয়ে AAP

পাঞ্জাবে ৬১টি আসনে এগিয়ে কেজরিওয়ালের আপ। ক্ষমতাসীন কংগ্রেস এগিয়ে ১৫টি আসনে। ৮টি আসনে এগিয়ে আকালি দল। বিজেপি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ক‍্যাপ্টেন অমরিন্দর সিংয়ের জোট এগিয়ে ৫টি আসনে।

গণনা শুরু হতেই মন্দিরে পুজো শুরু বিদায়ী মুখ্যমন্ত্রীদের

গণনা শুরু হতেই মন্দিরে প্রার্থনা করতে গেলেন মণিপুরের বিদায়ী মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। মন্দিরে পুজো দিতে গেলেন গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

উত্তরপ্রদেশে অনেক এগিয়ে NDA জোট

উত্তরপ্রদেশে ১৬৯টি আসনে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি। সমাজবাদী পার্টি এগিয়ে ৭২টি আসনে। কংগ্রেস এগিয়ে ২টি আসনে। মায়াবতীর বিএসপি এগিয়ে ৪টি আসনে।

উত্তরাখণ্ডে এগিয়ে গেল বিজেপি

উত্তরাখণ্ডে ২৫টি আসনে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি। কংগ্রেস ২০টি আপনে এগিয়ে রয়েছে। ১টি আসনে এগিয়ে আপ।

গোয়াতে কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি

গোয়ায় ৭টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৩টি আসনে। অন‍্যান‍্যরা এগিয়ে ৩টি আসনে।

ভোটগণনা চলাকালীন ট‍্যুইট অখিলেশ যাদবের

উত্তরপ্রদেশে ৪০ আসনে এগিয়ে বিজেপি, এসপি এগিয়ে ২১ আসনে

উত্তরপ্রদেশে ৪০টি আসনে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি। সমাজবাদী পার্টি এগিয়ে ২১টি আসনে। কংগ্রেস এখনও কোনো আসনে এগিয়ে নেই।

পাঞ্জাবে এগিয়ে কংগ্রেস, হাড্ডাহাড্ডি লড়াইয়ে AAP-ও

পাঞ্জাবে ৬টি আসনে এগিয়ে ক্ষমতাসীন কংগ্রেস। কেজরিওয়ালের আপ এগিয়ে ৫টি আসনে। ২টি আসনে এগিয়ে আকালি দল। বিজেপি কোনো আসনে এগিয়ে নেই।

গোয়া, মণিপুরে এগিয়ে কংগ্রেস

গোয়া এবং মণিপুরে প্রথম দফার গণনাতে এগিয়ে কংগ্রেস জোট। এই দুটি রাজ্যেই ক্ষমতায় ছিল বিজেপি।

উত্তরপ্রদেশে যোগী, অখিলেশ দু'জনেই এগিয়ে

গোরক্ষপুরে প্রথম দফায় ভোট গণনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং করহলে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদব দু'জনেই এগিয়ে রয়েছেন।

পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে এগিয়ে কংগ্রেস

পাঞ্জাব এবং উত্তরাখণ্ড - দুই রাজ‍্যেই প্রথম দফায় পোস্টাল ব‍্যালট গণনাতে এগিয়ে রয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি।

শুরু ভোটগণনা

উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজ। পাঁচ রাজ‍্যের নির্বাচনকে মিনি লোকসভা নির্বাচন হিসেবে দেখছে রাজনৈতিক মহল‌। ৮টা থেকে ভোটগণনা শুরু হয়ে গিয়েছে। পাঞ্জাব বাদে বাকি চারটি রাজ‍্যেই ক্ষমতায় ছিল বিজেপি। পাঞ্জাব ছিল কংগ্রেসের দখলে। এবার কি পালাবদল হবে? সেই দিকে তাকিয়ে গোটা দেশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in