Assembly Elections 22: ৫ নির্বাচনী রাজ্যে ১ হাজার কোটির নগদ অর্থ, মদ ও মাদক বাজেয়াপ্ত - জানালো কমিশন

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, "উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর এবং গোয়া থেকে আগাম পরিকল্পনা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এই পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে।
ছবি- প্রতীকী
ছবি- প্রতীকী ছবি সংগৃহীত

পাঁচ নির্বাচনমুখী রাজ্য থেকে প্রায় হাজার কোটি টাকা নগদ, মদ এবং মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। একথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য অনুসারে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর এবং গোয়ার বিধানসভা নির্বাচনের সময় এই পরিমাণ অর্থ ও মাদকদ্রব্য বাজেয়াপ্ত হয়েছে।

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, "উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর এবং গোয়া থেকে আগাম পরিকল্পনা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এই পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। বিরাট অঙ্কের এই অর্থ উদ্ধারকে বিস্ময়কর বৃদ্ধি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

তালিকার শীর্ষে আছে পাঞ্জাব। যেখানে নির্বাচনের আগে মোট ৫১০ কোটি টাকা মূল্যের নগদ ও মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় উত্তরপ্রদেশ। সেখানে বাজেয়াপ্ত হয়েছে ৩০৭ কোটি টাকা অর্থমূল্যের নগদ ও মাদক। মদ আটকের তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশে। সেখানে ৫৪ কোটি টাকার মদ বাজেয়াপ্ত হয়েছে। অন্যদিকে পাঞ্জাবে ৩৭৬ কোটি টাকার মাদকদ্রব্য আটক হয়েছে।

গোয়া থেকে মোট ১২.৭৩ কোটি টাকার নগদ, মদ, ড্রাগস এবং অন্যান্য মূল্যবান ধাতু আটক করা হয়েছে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময় এই রাজ্যগুলিতে ৩.৬৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল।

মণিপুরে, মোট ১৬৩.৮৭ কোটি টাকার নগদ, মদ এবং অন্যান্য দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। ২০১৭ বিধানসভা নির্বাচনে, মাত্র ৬.৪২ কোটি টাকা অর্থমূল্যের নগদ এবং মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল।

পাঞ্জাবে, মোট ৫১০.৯১ কোটি টাকার নগদ, মদ, ড্রাগ এবং অন্যান্য বস্তু আটক করা হয়েছে। ২০১৭ বিধানসভা নির্বাচনে, মোট বাজেয়াপ্ত দ্রব্যের মূল্য ছিলো ৮৯.৬৪ কোটি টাকা।

উত্তরাখণ্ডে মোট ১৮.৮১ কোটি টাকার নগদ, মদ এবং মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে ২০১৭ সালে এটি ছিল ৬.৮৫ কোটি টাকা।

উত্তরপ্রদেশে, মোট ৩০৭.৯২ কোটি টাকার নগদ, মদ, ড্রাগ এবং অন্যান্য দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ৯১.৩০ কোটি টাকা নগদও রয়েছে। ২০১৭ সালে, রাজ্যে বাজেয়াপ্ত হয়েছে ১৯৩.২৯ কোটি টাকা নগদ ও অন্যান্য দ্রব্য।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in