Uttar Pradesh: 'আব্বাজান' এবার কার্টুনে, ভোটমুখী উত্তরপ্রদেশে বিতর্ক আরো উসকে দিল বিজেপি

সম্প্রতি কুশিনগরে যোগী আদিত্যনাথ বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তোষণের রাজনীতির স্থান নেই। ২০১৭ সালের আগে তাঁরাই রেশন পেতেন, যারা 'আব্বা জান' বলে ‌ডাকতেন। এখন সবাই পায়।
রঙ্গোৎসবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
রঙ্গোৎসবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথফাইল ছবি সংগৃহীত

ভোটমুখী উত্তরপ্রদেশের রাজনীতিতে 'আব্বাজান' বিতর্ক মিটেও মিটছে না। সোমবার এই নিয়ে একটি কার্টুন ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, আগামী বছর রাজ‍্যে বিধানসভা নির্বাচন।

বিজেপিই কার্টুন দিয়ে বিতর্ক আরও উসকে দিয়েছে। মজলিস-ই-ইত্তেহাল মুসলিমিন বা AIMIM নেতা আসাদুদ্দিন ওয়াইসি এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে ব্যঙ্গ করা হয়েছে কার্টুনে।

কার্টুনে তখন এবং এখন বলে দুটি ভাগ রয়েছে। তখন ভাগে দেখা যাচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের বেশে ওয়াইসি এবং আনারকলির সাজে অখিলেশ যাদব গরিবদের জন্য নির্দিষ্ট রেশনের বস্তার ওপরে শুয়ে আছেন। অখিলেশ যাদবের বাবা তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে 'আব্বাজান' হিসেবে দেখানো হয়েছে কার্টুনে, সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

এখন ভাগে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরিবদের মধ্যে রেশন বিলি করছেন।

আব্বা জান কার্টুন
আব্বা জান কার্টুনছবি সংগৃহীত

উল্লেখ্য সম্প্রতি কুশিনগরে যোগী আদিত্যনাথ বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তোষণের রাজনীতির স্থান নেই। ২০১৭ সালের আগে তাঁরাই রেশন পেতেন, যারা 'আব্বা জান' বলে ‌ডাকতেন। গরিবরা রেশন পেত না। এখন সবাই পায়।

এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন অখিলেশ, ওয়াইসি এবং অন্য বিরোধী নেতারা। আদিত্যনাথের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগে সরব হন তাঁরা।

অখিলেশ বলেন, চার বছর পরেও এই সরকার শুধু নাম বদল করে আর রং পাল্টে এসপি সরকারের কাজকে নিজের বলে চালাচ্ছে। যাবার সময় হয়ে গেছে জানে। তাই সরকারের মুখের ভাষাও পালটে গেছে।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in