Colors: Cyan Color

ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। ৪২ লক্ষ ছাড়ালো দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা। গতকালের রেকর্ড ভেঙে আজ ফের দৈনিক সংক্রমণের রেকর্ড তৈরি হলো দেশে‌। একদিনে আক্রান্ত হলেন আরো প্রায় ৯১ হাজার মানুষ। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯০,৮০২ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪২,০৪,৬১৩ জন। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ৩২,৫০,৪২৯ জন। অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৮,৮২,৫৪২ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৭১,৬৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১,০১৬ জন এবং সুস্থ ঘোষণা করা হয়েছে ৬৯,৫৬৪ জনকে। দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার ৭৭.৩১ শতাংশ।

ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। সাড়ে ৩৯ লক্ষ ছুঁতে চললো দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত হলেন ৮৩ হাজারেরও বেশি মানুষ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৩,৩৪১ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯,৩৬,৭৪৭ জন। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ৩০,৩৭,১৫১ জন। অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৮,৩১,১২৪ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৬৮,৪৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১,০৯৬ জন এবং সুস্থ ঘোষণা করা হয়েছে ৬৬,৬৫৯ জনকে। দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার ৭৭.১৫ শতাংশ।

ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। ৪১ লক্ষ ছাড়ালো দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ে একদিনে আক্রান্ত হলেন আরো প্রায় ৯১ হাজার মানুষ। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯০,৬৩২ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪১,১৩,৮১১ জন। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ৩১,৮০,৮৬৫ জন। অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৮,৬২,৩২০ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৭০,৬২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১,০৬৫ জন এবং সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৩,৬৪২ জনকে। দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার ৭৭.৩২ শতাংশ।

ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। সাড়ে ৩৮ লক্ষ ছুঁতে চললো দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হলেন এই মারণ ভাইরাসে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৩,৮৮৩ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮,৫৩,৪০৬ জন। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ২৯,৭০,৪৯২ জন। অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৮,১৫,৫৩৮ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৬৭,৩৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১,০৪৩ জন এবং সুস্থ ঘোষণা করা হয়েছে ৬৮,৫৮৪ জনকে। দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার ৭৭.০৯ শতাংশ।

ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। ৪০ লক্ষ ছাড়ালো দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ে একদিনে আক্রান্ত হলেন ৮৬ হাজারেরও বেশি মানুষ। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬,৪৩২ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪০,২৩,১৭৯ জন। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ৩১,০৭,২২৩ জন। অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৮,৪৬,৩৯৫ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৬৯,৫৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১,০৮৯ জন এবং সুস্থ ঘোষণা করা হয়েছে ৭০,০৭২ জনকে। দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার ৭৭.২৩ শতাংশ।

ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। প্রায় ৩৮ লক্ষ ছুঁতে চললো দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা। গতকালের তুলনায় অনেকটা বাড়লো দৈনিক সংক্রমণ ও মৃত‍্যুর হার। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৮,৩৫৭ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭,৬৯,৫২৩ জন। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ২৯,০১,৯০৮ জন। অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৮,০১,২৮২ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৬৬,৩৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১,০৪৫ জন এবং সুস্থ ঘোষণা করা হয়েছে ৬২,০২৬ জনকে। দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার ৭৬.৯৮ শতাংশ।

জনপ্রিয় খবর

  • এই সপ্তাহের এর

  • এই মাস এর

  • সর্বকালীন