Colors: Cyan Color

আগুনের মতো ছড়াচ্ছে দেশে করোনা সংক্রমণ। লাগাতার চারদিন দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা রয়েছে লক্ষের দোরগোড়ায়। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৯৪,৩৭২। এই নিয়ে টানা ৩৮ দিন দৈনিক সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারত। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭,৫৪,৩৫৬ তে।

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৯৫,৭৩৫। একদিনের সংক্রমণে যা এখনও পর্যন্ত রেকর্ড। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪,৬৫,৮৬৩তে।

আগুনের মতো ছড়াচ্ছে দেশে করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণের রেকর্ড হচ্ছে দেশে। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৯৭,৫৭০, একদিনের সংক্রমণের হিসেবে যা এখনও পর্যন্ত রেকর্ড। এই নিয়ে টানা ৩৭ দিন দৈনিক সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারত। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬,৫৯,৯৮৫ তে।

আগুনের মতো ছড়াচ্ছে করোনা সংক্রমণ। গতকালের তুলনায় ফের দেশে দৈনিক সংক্রমণের সংখ‍্যা বাড়লো অনেকটা। মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪৪ লক্ষ ছুঁতে চললো দেশে। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৯,৭০৬ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩,৭০,১২৮ জন। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৩,৯৮,৮৪৪ জন। অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৮,৯৭,৩৯৪ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৭৩,৮৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১,১১৫ জন এবং সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৪,৮৯৪ জনকে। দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার ৭৭.৭৭ শতাংশ।

আগুনের মতো ছড়াচ্ছে দেশে করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণের রেকর্ড হচ্ছে দেশে। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৯৬,৫৫১, একদিনের সংক্রমণের হিসেবে যা এখনও পর্যন্ত রেকর্ড। এই নিয়ে টানা ৩৬ দিন দৈনিক সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারত। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৬২,৪১৪ তে।

ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। প্রায় ৪৩ লক্ষ ছুঁতে চলেছে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা। যদিও গতকালের থেকে শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছে। শেষ একদিনে আক্রান্ত হয়েছেন আরো প্রায় ৭৬ হাজার মানুষ। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৫,৮০৯ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪২,৮০,৪২২ জন। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৩,২৩,৯৫০ জন। অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৮,৮৩,৬৯৭ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৭২,৭৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১,১৩৩ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৩,৫২১ জনকে। দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার ৭৭.৬৫ শতাংশ।

জনপ্রিয় খবর

  • এই সপ্তাহের এর

  • এই মাস এর

  • সর্বকালীন