বিজেপি শাসিত রাজ্যে ভ্যাকসিন বরাদ্দ বেশি !

লোকসভায় যে তথ্য তুলে ধরা হয়েছে, তা থেকে এটা পরিষ্কার যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে টিকা বন্টন হয়েছে, তা অ-বিজেপি রাজ্যগুলিতে হয়নি
প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নেওয়ার মুহূর্ত
প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নেওয়ার মুহূর্ত ফাইল চিত্র

বিভিন্ন ইস্যুতে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র। এই অভিযোগে বারবার সরব হয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রয়োজনীয় হারে পাঠানো হচ্ছে না ভ্যাকসিন, এমন অভিযোগও তুলেছিলেন একাধিক অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। তা নিয়ে বিতর্ক কম হয়নি। এরপর অন্যান্য রাজ্যগুলিও প্রয়োজনীয় হারে টিকা না পেয়ে একই অভিযোগ করতে থাকে। বিভিন্ন রাজ্যের এই ধরনের অভিযোগ যে মিথ্যা নয়, এবার সেই কথায় একপ্রকার স্বীকার করল মোদি সরকার।

লোকসভায় যে তথ্য তুলে ধরা হয়েছে, তা থেকে এটা পরিষ্কার যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে টিকা বন্টন হয়েছে, তা অ-বিজেপি রাজ্যগুলিতে হয়নি। বঞ্চনাই করা হয়েছে। সম্প্রতি এই বিষয়ে লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ মালা রায় প্রশ্ন তোলেন। তার উত্তরে রাজ্যওয়াড়ি টিকা বণ্টনের তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। তাতে দেখা গিয়েছে, গত মে থেকে ২০ জুলাই পর্যন্ত উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো বিজেপিশাসিত রাজ্যগুলিতে টিকা বণ্টনে ‘একচোখামি’ দেখিয়েছে মোদি সরকার। বাংলার তুলনায় তারা অনেক বেশি ডোজ পাচ্ছে প্রতি মাসেই।

রেকর্ড গড়েছে ‘নরেন্দ্র মোদি'র গুজরাট এবং ‘যোগী আদিত্যনাথ’-এর উত্তরপ্রদেশ। গত কয়েক মাসের হিসাব দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। মে মাসে বাংলা পায় ২২ লক্ষের সামান্য বেশি ডোজ। উল্টোদিকে গুজরাট ও উত্তরপ্রদেশ দুই রাজ্যই পেয়েছিল ৩০ লক্ষেরও বেশি টিকার ডোজ। জুনেও উত্তরপ্রদেশ ও গুজরাত পেয়েছে যথাক্রমে ৭৭ লক্ষ এবং ৬১ লক্ষের কিছু বেশি ডোজ। আর বাংলা পেয়েছে কমবেশি ৪৯ লক্ষ ডোজ।

জুলাই মাসে ২০ তারিখ পর্যন্ত কেন্দ্র রেকর্ড পরিমাণ ডোজ পাঠিয়েছে উত্তরপ্রদেশকে। বাংলা সেখানে পেয়েছে ৩৩ লক্ষের সামান্য বেশি। বঞ্চনার শিকার বামশাসিত কেরলে এই তিন মাসে গিয়েছে যথাক্রমে ১৭ লক্ষ, ৩০ লক্ষ এবং কমবেশি ২৪ লক্ষ ডোজ। কেন্দ্রের এই বঞ্চনার কারণেই চাহিদা অনুযায়ী টিকা দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন মমতা। সেটাই কার্যত মান্যতা পেল।

শনিবার স্বাস্থ্যদফতর সূত্রে জানা যাচ্ছে, এ পর্যন্ত কেন্দ্র মোট ২ কোটি ৩৬ লক্ষ ডোজ পাঠিয়েছে। চলতি মাসে ৭৫ লক্ষ ডোজ পাওয়ার কথা থাকলেও, মিলেছে মাত্র ৫৪ লক্ষ। রাজ্যে এই মুহূর্তে প্রতি মাসে দেড় কোটি ডোজ দেওয়ার পরিকাঠামো থাকলেও জোগান না থাকায় ভোগান্তি বাড়ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in