COVID-19: উৎসবের মরশুমের মাঝেই দেশে একদিনে করোনায় মৃত ৬৬৬, বাড়লো দৈনিক আক্রান্তের সংখ্যাও
ফাইল ছবি

COVID-19: উৎসবের মরশুমের মাঝেই দেশে একদিনে করোনায় মৃত ৬৬৬, বাড়লো দৈনিক আক্রান্তের সংখ্যাও

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৬৬৬ জন করোনা রোগী। গতকাল মৃত‍্যু হয়েছিল ২৩১ জনের। কেরলে কোভিডে মৃত্যুর সংখ্যা সঠিকভাবে যাচাই করায় আরও ২৯১ জনের সন্ধান পাওয়া গেছে যাদের শরীরে কোভিডের উপসর্গ ছিল।

উৎসবের মরশুমের মাঝেই করোনায় মৃত্যু সংখ‍্যা একলাফে অনেকটা বাড়লো দেশে। শেষ ২৪ ঘন্টায় সাড়ে ছ'শোর বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে দেশে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার জনের বেশি। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর বেশিরভাগই কেরালায়।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৩২৬ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ১৫,৭৮৬ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪১ লক্ষ ৫৯ হাজার ৫৬২।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৬৬৬ জন করোনা রোগী। গতকাল মৃত‍্যু হয়েছিল ২৩১ জনের। কেরলে কোভিডে মৃত্যুর সংখ্যা সঠিকভাবে যাচাই করায় আরও ২৯১ জনের সন্ধান পাওয়া গেছে যাদের শরীরে কোভিডের উপসর্গ ছিল। এই পরিসংখ‍্যান শেষ ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর সংখ‍্যার সাথে যোগ করা হয়েছে। এর ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫৩ হাজার ৭০৮ জনের।

এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ১ লক্ষ ৭৩ হাজার ৭২৮, যা গত ২৩৩ দিনে সবচেয়ে কম। একদিনে সুস্থ হয়েছেন ১৭,৬৭৭ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ১২৬।

২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় কেস এখানে, ৮১,৩৯০।

মহারাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৬৩২ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। করোনার কারণে সবথেকে বেশি মৃত্যু হয়েছে এখানে, ১ লক্ষ ৩৯ হাজার ৯৬৫ জনের।

দুর্গাপূজার পর পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। শেষ ২৪ ঘন্টায় এখানে আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১০১ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ৪১১ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৬৮ লক্ষ ৪৮ হাজার ৪১৭ জনের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in